তব হৃদয় মন্দিরে
সুভাষ মাধুরী ফুটায়ে কলি
- শীতের সন্ধ্যাবেলা।
নতজানু সদা আমি,
হে অন্তরযামী পূজিব তোমায়;
লাগিয়ে চন্দন ফোটা
সুশোভিত ললাটে তোমার।
নাশুনাব না আর বিরহের গান,
শুধু গাহির তোমারই জয় গান।
সারা বিশ্ব জুড়িয়া।।
- শীতের সন্ধ্যাবেলা।
নতজানু সদা আমি,
হে অন্তরযামী পূজিব তোমায়;
লাগিয়ে চন্দন ফোটা
সুশোভিত ললাটে তোমার।
নাশুনাব না আর বিরহের গান,
শুধু গাহির তোমারই জয় গান।
সারা বিশ্ব জুড়িয়া।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১১/০৪/২০১৭উত্তম
-
কাকলি মল্লিক ১০/০৪/২০১৭ভালো লাগল । অসংখ্য শুভ কামনা জানালাম।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৪/২০১৭খুব ভালো।
-
সূর্য্যিন্দুদীপ রাজ ১০/০৪/২০১৭খুব সুন্দর কবিতা
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০৪/২০১৭ওহ!
দারুণ ভক্তি আর নিবেদনমূলক কবিতা।
ধন্যবাদ -
রইস উদ্দিন খান আকাশ ১০/০৪/২০১৭সুন্দর সৃষ্টি
-
মধু মঙ্গল সিনহা ১০/০৪/২০১৭সুপ্রভাত।