সেলিব্রেটি তোমাকে বলছি-(১)
বল,কেউ কি বাধা দিয়েছে তোমায়,
জন্মদিনে শুভেচ্ছা জানাতে আমায়?
আমি জেগে ছিলাম গত সারাটি রাত,
শুধু রাতে নয় ঐ দিনের ২৪টি ঘন্টা;
যদি বা পাই তোমার শুভেচ্ছা লেখা।
তুমি ব্যাস্ত কত ব্যাস্ত ফ্যানেদের ভিড়ে,
কত পছন্দ তোমার,আবার তার উওর
উওরের আবার প্রতি উওর ব্যাস্ত তুমি!
আশা ছিল অনেক কিছু তোমাকে নিয়ে,
আশার বাতিগুলো নিভেয়ে দিলে তুমি,
আত্ম প্রতিষ্ঠা ও অবহেলার নির্মম ঝরে!
........(চলবে)
জন্মদিনে শুভেচ্ছা জানাতে আমায়?
আমি জেগে ছিলাম গত সারাটি রাত,
শুধু রাতে নয় ঐ দিনের ২৪টি ঘন্টা;
যদি বা পাই তোমার শুভেচ্ছা লেখা।
তুমি ব্যাস্ত কত ব্যাস্ত ফ্যানেদের ভিড়ে,
কত পছন্দ তোমার,আবার তার উওর
উওরের আবার প্রতি উওর ব্যাস্ত তুমি!
আশা ছিল অনেক কিছু তোমাকে নিয়ে,
আশার বাতিগুলো নিভেয়ে দিলে তুমি,
আত্ম প্রতিষ্ঠা ও অবহেলার নির্মম ঝরে!
........(চলবে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৪/২০১৭চলুক। শুভেচ্ছা।
-
পরশ ০৮/০৪/২০১৭সেরাম
-
মোঃওবায় দুল হক ০৮/০৪/২০১৭সুন্দর
-
সূর্য্যিন্দুদীপ রাজ ০৮/০৪/২০১৭সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৮/০৪/২০১৭আহ!
চলুক কবিতা সিরিজ। -
হায়দার আলী লিটন ০৭/০৪/২০১৭ভালো লাগলো
-
মধু মঙ্গল সিনহা ০৭/০৪/২০১৭স্বাগতম।