বহুত বাকি
পূবে উঠা সূর্য খানা
ক্লান্ত হয়ে শুয়ে পরে
পশ্চিমের ঐ কালো
পাথরের পাহাড়ের কোলে।
আমি দাঁড়িয়ে আছি
এই সন্ধ্যায় তুমি আসবে বলে,
একা এই অন্ধকার
প্লেটফর্মে স্বপন কুলির সাথে।
সে সাদা টিপতে টিপতে বলে,
"কাহ ভাইয়া,রাম রামজী!
কই আনে ওয়ালাহে ক্যায়া।
ট্রেন আবিতক বহুত বাকী,
রাত দুবাজে আনেওয়ালা হ্যা!"
.
ক্লান্ত হয়ে শুয়ে পরে
পশ্চিমের ঐ কালো
পাথরের পাহাড়ের কোলে।
আমি দাঁড়িয়ে আছি
এই সন্ধ্যায় তুমি আসবে বলে,
একা এই অন্ধকার
প্লেটফর্মে স্বপন কুলির সাথে।
সে সাদা টিপতে টিপতে বলে,
"কাহ ভাইয়া,রাম রামজী!
কই আনে ওয়ালাহে ক্যায়া।
ট্রেন আবিতক বহুত বাকী,
রাত দুবাজে আনেওয়ালা হ্যা!"
.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৪/২০১৭সুন্দর।
-
আলীমুশ্বান সাইমুন ০৪/০৪/২০১৭অসাধারন
-
আরিফ মুহাম্মদ ০৪/০৪/২০১৭ধন্যবাদ কবি সুন্দর লেখার জন্য।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/০৪/২০১৭বাহঃ,
দারুণ শব্দ চয়ন আর ঐকান্তিক ভাবাবেগের অনুভূতি
মিশ্রিত এক অনন্য কম্পোজিশন।
সামনের পথ চলতে শুভেচ্ছা রইল.... -
মধু মঙ্গল সিনহা ০৪/০৪/২০১৭সুপ্রভাত।