www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধারণা

ধারণা
বেশির ভাগ মানুষের এক‌ই ধারণ,
ধারণাটা কি জানেন ?
হ‍্যাঁ, নিশ্চয় জানেন!
আমি ছাড়া বাকি সবাই খারাপ,
চরিত্রের কথা!বলে লাভ নেই,
খুব‌ই খারাপ বলতে লজ্জা হয়!
তবে আমি এবং আমার সবই ভালো,
শুধু ভালো নয় সখি খুবই ভালো!
দ‍্যাখো না,দাস বাবুর মেয়েটা-
মোবাইলে কান পেতে কিভাবে
ডগ্ মগ্ করে হাটছে সন্ধ্যায়-রাতে।
এরাইতো ছেলেদের নষ্ট করে,
ধর্ষনের শিকার হয়!
নিস্পাপ পুরুষদের জেলে পাঠায়।
কিন্তু আমার ছেলেটা খুব ভালো,
মেয়েদের দিকে এদম তাকায় না,
ঐ সিমুলের দোকানের বারান্দায়
বন্ধুদের সাথে কেরাম খেলে
গল্প গোজব করে রাতে বাড়ি আসে,
খেতে দেয়ে শুয়ে পড়ে লক্ষী ছেলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যাদব চৌধুুরী ০৩/০৪/২০১৭
    সকলে তাঁর নিজের সন্তানসন্ততি সম্বন্ধে যে ধারনা পোষণ করেন, সত্যি যদি সন্তানেরা সেরকম হত, তাহলে কোনো সমস্যাই ছিলো না l সমস্যা হলো তখন, যখন আমার ছেলে-মেয়ে ভালো এবং বাকি সকলের মন্দ l এক ভাবনা সবার l ফলতঃ সম্মিলিত ভাবনার ফসলে দেশে আর একটিও ভালো ছেলে বা মেয়ে থাকার কথা নয় l কিন্তু বাস্তব তো সে কথা বলে না l খারাপের সংখ্যা তো নগণ্য l চতুর্দিকে সব এত ছেলে ও মেয়ে তাদের অধিকাংশকে তো ভালোই দেখি l তাহলে এই যুক্তিতে অধিকাংশ অভিভাবক তাদের ছেলে-মেয়ে সম্বন্ধে ভালো ধারনা যা পোষণ করেন সেটা তো সঠিক l
    পৃথিবী এখনও সুন্দর l ফুল ফোটে l পাখি গায় l নদী বয় l নূপুর বাজে l সমুদ্রে তরঙ্গ ওঠে l টাপুর টুপুর বৃষ্টি পড়ে l আকাশে রামধনু দেখি l ময়ূর পেখম তুলে নাচে l বিপদাপন্ন মানুষের সাহায্যে কত হাত এগোয় l
    খামোখা কবি হতাশ হবেন কেন ? জীবনে কত রঙ l তার কত বৈচিত্রময় অনুসঙ্গ l কবিতায় চায় এই জীবনদোলার সঙ্গীত l
  • ধারণাটি ভালো।
  • বেশ মজার এবং সত্য
  • বাস্তব।।তবে আমাদের এই ধারনা ত্যাগ করা উচিত
  • মধু মঙ্গল সিনহা ০৩/০৪/২০১৭
    সুপ্রভাত।
 
Quantcast