ধারণা
ধারণা
বেশির ভাগ মানুষের একই ধারণ,
ধারণাটা কি জানেন ?
হ্যাঁ, নিশ্চয় জানেন!
আমি ছাড়া বাকি সবাই খারাপ,
চরিত্রের কথা!বলে লাভ নেই,
খুবই খারাপ বলতে লজ্জা হয়!
তবে আমি এবং আমার সবই ভালো,
শুধু ভালো নয় সখি খুবই ভালো!
দ্যাখো না,দাস বাবুর মেয়েটা-
মোবাইলে কান পেতে কিভাবে
ডগ্ মগ্ করে হাটছে সন্ধ্যায়-রাতে।
এরাইতো ছেলেদের নষ্ট করে,
ধর্ষনের শিকার হয়!
নিস্পাপ পুরুষদের জেলে পাঠায়।
কিন্তু আমার ছেলেটা খুব ভালো,
মেয়েদের দিকে এদম তাকায় না,
ঐ সিমুলের দোকানের বারান্দায়
বন্ধুদের সাথে কেরাম খেলে
গল্প গোজব করে রাতে বাড়ি আসে,
খেতে দেয়ে শুয়ে পড়ে লক্ষী ছেলে।
বেশির ভাগ মানুষের একই ধারণ,
ধারণাটা কি জানেন ?
হ্যাঁ, নিশ্চয় জানেন!
আমি ছাড়া বাকি সবাই খারাপ,
চরিত্রের কথা!বলে লাভ নেই,
খুবই খারাপ বলতে লজ্জা হয়!
তবে আমি এবং আমার সবই ভালো,
শুধু ভালো নয় সখি খুবই ভালো!
দ্যাখো না,দাস বাবুর মেয়েটা-
মোবাইলে কান পেতে কিভাবে
ডগ্ মগ্ করে হাটছে সন্ধ্যায়-রাতে।
এরাইতো ছেলেদের নষ্ট করে,
ধর্ষনের শিকার হয়!
নিস্পাপ পুরুষদের জেলে পাঠায়।
কিন্তু আমার ছেলেটা খুব ভালো,
মেয়েদের দিকে এদম তাকায় না,
ঐ সিমুলের দোকানের বারান্দায়
বন্ধুদের সাথে কেরাম খেলে
গল্প গোজব করে রাতে বাড়ি আসে,
খেতে দেয়ে শুয়ে পড়ে লক্ষী ছেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
যাদব চৌধুুরী ০৩/০৪/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৪/২০১৭ধারণাটি ভালো।
-
রইস উদ্দিন খান আকাশ ০৩/০৪/২০১৭বেশ মজার এবং সত্য
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৩/০৪/২০১৭বাস্তব।।তবে আমাদের এই ধারনা ত্যাগ করা উচিত
-
মধু মঙ্গল সিনহা ০৩/০৪/২০১৭সুপ্রভাত।
পৃথিবী এখনও সুন্দর l ফুল ফোটে l পাখি গায় l নদী বয় l নূপুর বাজে l সমুদ্রে তরঙ্গ ওঠে l টাপুর টুপুর বৃষ্টি পড়ে l আকাশে রামধনু দেখি l ময়ূর পেখম তুলে নাচে l বিপদাপন্ন মানুষের সাহায্যে কত হাত এগোয় l
খামোখা কবি হতাশ হবেন কেন ? জীবনে কত রঙ l তার কত বৈচিত্রময় অনুসঙ্গ l কবিতায় চায় এই জীবনদোলার সঙ্গীত l