দেখা হল না
রাত পোহাতে অনেক বাকি,
তবুও জেগে উঠি আমি।
তুমি আছ বহু দূরে,
রাত পোহালে আরোও
দূরে যাবে জানি।
হ্যাঁ, তুমিও জেগে ব্যস্ত এখন,
নতুন চুড়িদার পড়তে;
রঙের মেচিং করে।
বেরিয়ে পড়ি বিদায় জানতে,
ঐ বজ্র নির্ঘোষ প্রভাতে;
বৃষ্টি বিন্ধুর ফাঁকে!
তুমি যাবে বহু দূরে আজ,
কোন এক অভিষ্টের পথে।
ইচ্ছা, চেতনা বা ভালোবাসা,
অভাব তো ছিল না কিছুর,
শুধু পেলাম না একটু সুযোগ।
বজ্রের হৃদ্ফাঁটা ডঙঙ্কার আর
ঝড়ো বৃষ্টি জলে ভেজা আমি।
তবুও তৃষ্ণার্ত হয়ে ফিরে যেতে,
বাধ্য আমি সন্মানের তাগিদে;
তোমাকে বিদায় না জানিয়েই।
.
তবুও জেগে উঠি আমি।
তুমি আছ বহু দূরে,
রাত পোহালে আরোও
দূরে যাবে জানি।
হ্যাঁ, তুমিও জেগে ব্যস্ত এখন,
নতুন চুড়িদার পড়তে;
রঙের মেচিং করে।
বেরিয়ে পড়ি বিদায় জানতে,
ঐ বজ্র নির্ঘোষ প্রভাতে;
বৃষ্টি বিন্ধুর ফাঁকে!
তুমি যাবে বহু দূরে আজ,
কোন এক অভিষ্টের পথে।
ইচ্ছা, চেতনা বা ভালোবাসা,
অভাব তো ছিল না কিছুর,
শুধু পেলাম না একটু সুযোগ।
বজ্রের হৃদ্ফাঁটা ডঙঙ্কার আর
ঝড়ো বৃষ্টি জলে ভেজা আমি।
তবুও তৃষ্ণার্ত হয়ে ফিরে যেতে,
বাধ্য আমি সন্মানের তাগিদে;
তোমাকে বিদায় না জানিয়েই।
.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
যাদব চৌধুুরী ০২/০৪/২০১৭বৃষ্টি ঝড়ের মধ্যেও প্রেয়সীকে বিদায় জানাতে গিয়ে শুধু সম্মানের তাগিদে প্রেমিক ফিরে এলো, যদিও কবি বলছেন প্রেম, ভালবাসা, কাছে পাওয়ার ইচ্ছা - কিছুরই ঘাটতি ছিলো না l অভিমানী প্রেমিক, নাকি প্রেয়সীর কাছে সেরকম ইতিবাচক সাড়া পান নি, নাকি ভালোবাসা যেমন কাছে টানে তেমন দূরেও ঠেলে দেয় এর প্রয়োগে প্রেয়সীকে তার দূর যাত্রায় একা ছেড়েছেন, বিদায় বেলায় দেখা পর্যন্ত করেন নি l অভিমানী, ভাবুক, দুঃখী প্রেমিকের সুন্দর চিত্রকল্প ফুটে উঠেছে কবিতাটিতে, আমার দৃষ্টিতে l কবিকে ধন্যবাদ l
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০১/০৪/২০১৭ভাল লেগেছে খুব
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৪/২০১৭দেখা হয় আবার হয় না।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০১/০৪/২০১৭ওহ!
দারুন নিবদন
আর উন্নত থিমে কাজ করা এক- কাব্য নয় যেন মহাকাব্যের সারসংক্ষেপ।
ধন্যবাদ -
মধু মঙ্গল সিনহা ০১/০৪/২০১৭আপনাকে স্বাগতম।