কালো কাক
পূবের আকাশটা চেয়ে দেখি,
মনে হয় কালো মেঘ যেন
কোন বিধ্বংসী দৈত্য!
মুহু মুহু বজ্রপাত,
চঞ্চল বিদ্যুৎ চমক।
তবু এই প্রভাতের বেলায়,
ডেকে চলে ঐ কালো কাক,
ডানা ঝাঁপটায় বৃষ্টির জলে।
আর উড়ে চলে ভিন্ন ভিন্ন ডালে,
আবারো ডেকে চলে সকাল হয়েছে বলে।
মনে হয় কালো মেঘ যেন
কোন বিধ্বংসী দৈত্য!
মুহু মুহু বজ্রপাত,
চঞ্চল বিদ্যুৎ চমক।
তবু এই প্রভাতের বেলায়,
ডেকে চলে ঐ কালো কাক,
ডানা ঝাঁপটায় বৃষ্টির জলে।
আর উড়ে চলে ভিন্ন ভিন্ন ডালে,
আবারো ডেকে চলে সকাল হয়েছে বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০৩/২০১৭ভালো। অনেক শুভেচ্ছা।
-
আলীমুশ্বান সাইমুন ৩০/০৩/২০১৭nnice
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৩/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ৩০/০৩/২০১৭শুভ রাত্রি।