জোৎস্না আজ নিষ্প্রভ - (২)
এদিকে জোৎস্না মাধ্যমিকের বাংলা পাঠের কাজলা দিদি গল্প পড়তে পড়তে সে আপন মনে নিজের বউ সাজার স্বপ্ন দেখে-সে তার নতুন সংসার খোঁজে, অপরিচিত ছেলেকে সব চেয়ে ভাল বন্ধু হিসাবে; না না জীবন সাথী হিসেবে ভাবতে থাকে।আবারো বাস্তব জীবনে ফিরে আসে আর জোরে জোরে পড়তে থাকে।বর্তমান জীবন ও ভবিষ্যৎ জীবনের মধ্যে সেতু বন্ধন করতেই জোৎস্নার পরীক্ষার দিন গুলো কেটে যায়।সে বাসে চড়ে শহরের বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিয়ে সন্ধ্যায় বান্ধবীদের সাথে বাড়ি ফিরে।হয়তো সে তখন পরীক্ষাকে একটা অনাকাঙ্খীত বোঝা ভেবে দূরে সরাতে চেয়ে ছিল।
পরীক্ষা শেষের তৃতীয় দিন জোৎস্নার শুভ মঙ্গলাচরন সম্পন্ন হয়।পরের সপ্তাহের মঙ্গলবার তার বিয়ের দিন ঠিক হয়।জোৎস্নার নেমন্ত্রনে আমি
আর লক্ষীনারায়ন-আমাদের এক সহপাঠী ঐ বিয়েতে গিয়েছিলাম।বিয়েতে আমি খুব সুন্দর একটি স্পাইরাল ফটো এলবাম উপহার দিয়েছিলাম।
পরীক্ষা শেষের তৃতীয় দিন জোৎস্নার শুভ মঙ্গলাচরন সম্পন্ন হয়।পরের সপ্তাহের মঙ্গলবার তার বিয়ের দিন ঠিক হয়।জোৎস্নার নেমন্ত্রনে আমি
আর লক্ষীনারায়ন-আমাদের এক সহপাঠী ঐ বিয়েতে গিয়েছিলাম।বিয়েতে আমি খুব সুন্দর একটি স্পাইরাল ফটো এলবাম উপহার দিয়েছিলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১৩/০৪/২০১৭লিখুন প্রিয়
-
তাবেরী ২৬/০৩/২০১৭সুন্দর লাগল।
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/০৩/২০১৭খুব ভাল...।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৬/০৩/২০১৭প্রভাত!!!!!
-
মধু মঙ্গল সিনহা ২৬/০৩/২০১৭সুপ্রভাত।