প্রতিজ্ঞা
"যক্ষা হলে রক্ষা নাই এই কথার
মানে নাই"-
২৪মার্চ বিশ্ব যক্ষা দিবসের দিনে
প্রতিজ্ঞা করি সবে আপনার মনে।
হাতে হাত ধরে প্রতিরোধ গড়ি
রক্ষা করিব আজ যক্ষার রোগী।
রোগী সেবা যথা তথা
নাহী তাতে অবহেলা।
বিনামূল্যে ঔষধ আর চিকিৎসা,
ডটস্-এ পাবেন সারাটি বেলা
বাড়ির পাশের ঐ হাসপাতালে।
এই জীবন যদি জীবনের জন্য হয়,
তবে বিশ্বাস নিশ্চয় বিজয়ের তরে।
মানে নাই"-
২৪মার্চ বিশ্ব যক্ষা দিবসের দিনে
প্রতিজ্ঞা করি সবে আপনার মনে।
হাতে হাত ধরে প্রতিরোধ গড়ি
রক্ষা করিব আজ যক্ষার রোগী।
রোগী সেবা যথা তথা
নাহী তাতে অবহেলা।
বিনামূল্যে ঔষধ আর চিকিৎসা,
ডটস্-এ পাবেন সারাটি বেলা
বাড়ির পাশের ঐ হাসপাতালে।
এই জীবন যদি জীবনের জন্য হয়,
তবে বিশ্বাস নিশ্চয় বিজয়ের তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৫/০৩/২০১৭বেশ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৩/২০১৭যক্ষা হলে রক্ষা নাই---একথার ভিত্তি নাই।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৪/০৩/২০১৭চমৎকার থিম
-
রাশেদ খাঁন ২৪/০৩/২০১৭😃