বিশ্ব বন দিবস
আজকের দিনে যে অর্থে পশু পাখীরা বন্য প্রাণী-আমাদের পূর্ব পুরুষরাও সেই একই অর্থে বন্য প্রাণী ছিলেন।মানুষ আর বুদ্ধির বিকাশের সাথে তাল মিলিয়ে সভ্যতার স্থাপন করে।আর শুরু হয় বন নিধন যজ্ঞ।জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সারা পৃথিবীতে বনভূমি কমতে থাকে।আর প্রতি দিন বিলুপ্ত হচ্ছে কত বিরল উদ্ভিদ ও প্রাণী প্রজাতি।১৯৯২সালে রিও ঘোষণা পত্রে বন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহন করার কথা বলা হয়।দেরিতে হলেও তারই ফল স্বরূপ ২০১২ সালে অনুষ্ঠিত জাতীয় সংঘের সাধারণ পরিষদের সভায় বন ও বনভূমি রক্ষার জন্য ২১শে মার্চ দিনটিকে বিশ্ব বন দিবস হিসাবে ঘোষণা করা হয়।
আসুন আমরা আমাদের সুন্দর পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য বনকে রক্ষা করি।
আসুন আমরা আমাদের সুন্দর পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য বনকে রক্ষা করি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ২৫/০৩/২০১৭বেশ ভাল
-
পরশ ২২/০৩/২০১৭ভাল লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৩/২০১৭আসুন, বনকে রক্ষা করি। আর বনখেকোদের প্রতিরোধ করি।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/০৩/২০১৭সুন্দর ।।ভাল থাকবেন কবি।।এখন বন রক্ষা
একান্ত দরকার।।।পরিবেশ নষ্ট
হয়ে যাচ্ছে -
পরশ ২১/০৩/২০১৭দারুন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২১/০৩/২০১৭আসুন বনভুমি রক্ষায় সবাই এগিয়ে আসি আর এ সম্পর্কে সচেতনতামূলক প্রবন্ধ লিখি!!!!
-
মধু মঙ্গল সিনহা ২১/০৩/২০১৭সুপ্রভাত।