তোমাকে খোঁজি
তোমাকে খোঁজি শুধু তোমাকে;
এই বৃষ্টি বিন্দুর ফাকে ফাকে!
হয়ত তুমি লুকিয়ে আছ,
এই বৃষ্টি কনার স্বাদে,
তুমি আছ নিশ্চয়!
তুমি আছ,
হ্যাঁ!
তোমার
চুলের গন্ধ
ভাসে বাতাসে,
হৃদয়ের স্পন্দন
বেড়ে চলে কেন আজ?
মনে হয় কোন হারানো কিছু,
হারানো কিছু খুজে পাবার স্বাদ!
এই বৃষ্টি বিন্দুর ফাকে ফাকে!
হয়ত তুমি লুকিয়ে আছ,
এই বৃষ্টি কনার স্বাদে,
তুমি আছ নিশ্চয়!
তুমি আছ,
হ্যাঁ!
তোমার
চুলের গন্ধ
ভাসে বাতাসে,
হৃদয়ের স্পন্দন
বেড়ে চলে কেন আজ?
মনে হয় কোন হারানো কিছু,
হারানো কিছু খুজে পাবার স্বাদ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ১৮/০৩/২০১৭অসাধারণ লাগল...
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৮/০৩/২০১৭''মনে হয় কিছু হারানো কিছু,
হারানো কিছু খঁুজে পাবার স্বাদ!"
সত্যিই অসাধারণ এবং অভূতপূর্ভ!!!! -
রাশেদ খাঁন ১৮/০৩/২০১৭খুজতে থাকেন যথা সময়ে পেয়ে যাবেন
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৩/২০১৭সুপ্রভাত আপনাকে।