রাগ করো না
তুমি রেগে লাল হয়ো না আর,
বলব না আর কোনো কথা তার।
সে যে তোমার আলোক বাতি,
উন্নয়নের গোপন সিঁড়ি।
বোকা আমি তাই না জানি কিছু,
ছুটি কেবল তোদের পিছু পিছু।
এক ইসারায় যায় যা কিছু বুঝা,
মিথ্যে কেন চাপাই বোঝা?
গরম চায়ে শীতের দিনে,
ভালোবাসার গভীর টানে।
আবার আসা তোমার পাশে,
অভিমানের চাদর খসে।
বলব না আর কোনো কথা তার।
সে যে তোমার আলোক বাতি,
উন্নয়নের গোপন সিঁড়ি।
বোকা আমি তাই না জানি কিছু,
ছুটি কেবল তোদের পিছু পিছু।
এক ইসারায় যায় যা কিছু বুঝা,
মিথ্যে কেন চাপাই বোঝা?
গরম চায়ে শীতের দিনে,
ভালোবাসার গভীর টানে।
আবার আসা তোমার পাশে,
অভিমানের চাদর খসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২০/০৩/২০১৭বাহ।।দারুন অনুভূতি
-
রাবেয়া মৌসুমী ১৮/০৩/২০১৭সুন্দর!
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৩/২০১৭বেশতো ভালোবাসায় মুছে যাক রাগ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৩/২০১৭প্রথমেই তারুণ্যে স্বাগতম আমাদের নতুন বন্ধু।।।
সত্যিই এক মনোমুগ্ধকর নিবেদনমূলক
গীতি কবিতা।।
চমৎকার কম্পোজিশন।।।
ধন্যবাদ -
মধু মঙ্গল সিনহা ১৭/০৩/২০১৭ধন্যবাদ আপনাকে।
-
রাশেদ খাঁন ১৭/০৩/২০১৭বেশ ভালো
-
তাবেরী ১৭/০৩/২০১৭সুন্দর লাগল