ভালোলাগে
আমার জানার বড় ইচ্ছে হয়,
তুমি কেন সাজাও প্রতিদিন-
ঐ পদ্ম ফুলের কলি!
একা একা বসে ঐ কাঠের তাকিয়ায়,
কারণ জানা নেই;
তবুও বড়ো ভালো লাগে,
তোমার ঐ পাপড়ীর মতো,
হাসি ভরা চেহারাখানা।
বেনী বাঁধা কালো চুল,
আর লোলাপী চুড়িদার খানা।
তুমি কেন সাজাও প্রতিদিন-
ঐ পদ্ম ফুলের কলি!
একা একা বসে ঐ কাঠের তাকিয়ায়,
কারণ জানা নেই;
তবুও বড়ো ভালো লাগে,
তোমার ঐ পাপড়ীর মতো,
হাসি ভরা চেহারাখানা।
বেনী বাঁধা কালো চুল,
আর লোলাপী চুড়িদার খানা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃজাহিদুল ইসলাম ১৬/০৩/২০১৭দারুণ হয়েছে!
-
রাবেয়া মৌসুমী ১৬/০৩/২০১৭ভালোলাগা কারন খোজেনা...
-
তাবেরী ১৫/০৩/২০১৭অসাধারণ ভালবাসার বহিপ্রকাশ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৫/০৩/২০১৭অসারণ থিমের এক দারুণ কম্পোজিশন
অনেক অনেক ভালবাসা রইল।