মানুষ
মানুষ যদি মানুষ হয়,
তবে অকারন কেন ভয়!
বিশ্বাস নিয়ে এগিয়ে চলা,
আর কম বেশি কথা বলা।
কর্ম করিলে কর্ম হয়,
নিন্দাতে নিন্দুক নিশ্চয়!
জীবনটা হেসে চলা,
দর্পে সদাই অবহেলা।
জীবন আর মৃত্যু দুটি,
সোনার ঐপাথর বাটি।
অকথা কুকথা না শুনি কানে,
আনন্দিব সকলেরে জয়গানে।
সকলই সকলের মতো,
এই বিশ্বের মানব যতো।
সদা কুকথা বলে ঐ যে ,
কুমানব হবেই তো সে!
তবে অকারন কেন ভয়!
বিশ্বাস নিয়ে এগিয়ে চলা,
আর কম বেশি কথা বলা।
কর্ম করিলে কর্ম হয়,
নিন্দাতে নিন্দুক নিশ্চয়!
জীবনটা হেসে চলা,
দর্পে সদাই অবহেলা।
জীবন আর মৃত্যু দুটি,
সোনার ঐপাথর বাটি।
অকথা কুকথা না শুনি কানে,
আনন্দিব সকলেরে জয়গানে।
সকলই সকলের মতো,
এই বিশ্বের মানব যতো।
সদা কুকথা বলে ঐ যে ,
কুমানব হবেই তো সে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২০/০৩/২০১৭সুন্দর লিখেছেন কবি
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৩/২০১৭ধন্যবাদ কবি সাহিত্যিক।