অকাল বর্ষণ
অকাল বর্ষণ গহন রাতে,
কে আছে প্রিয়া তব সাথে?
শূন্য গৃহে বারি বিন্দু,
শিউরিত হৃদয় সিন্ধু।
উদ্ধেলিত আশা যেন,
উড়ন্ত ধূলি রাশি।
ফাগুনের আগুনে জ্বলে
চির অম্লান শিখায়
হৃদয়ের অন্তঃস্থলে।
তবে তুমি কেন আবারও
করিলে মোরে ক্লেদময়
এই অকাল বর্ষণে?
ঝড়ো হাওয়া গন্ধ শুকায়
ক্ষুধা ভরা নাসিকায়;
ঐ উত্তপ্ত বিছানার স্মৃতিভরা
কোন পরিচিত গন্ধে।
বিজলির ঘন ঘটা,
শুনায় নব সৃষ্টির আনন্দের
কোন গোপন কথা।
ঠান্ডায় আবার শিউরে উঠি,
কম্বল টেনে আবারও,
নতুন কোন সুমধুর স্বপ্ন দেখি।
কে আছে প্রিয়া তব সাথে?
শূন্য গৃহে বারি বিন্দু,
শিউরিত হৃদয় সিন্ধু।
উদ্ধেলিত আশা যেন,
উড়ন্ত ধূলি রাশি।
ফাগুনের আগুনে জ্বলে
চির অম্লান শিখায়
হৃদয়ের অন্তঃস্থলে।
তবে তুমি কেন আবারও
করিলে মোরে ক্লেদময়
এই অকাল বর্ষণে?
ঝড়ো হাওয়া গন্ধ শুকায়
ক্ষুধা ভরা নাসিকায়;
ঐ উত্তপ্ত বিছানার স্মৃতিভরা
কোন পরিচিত গন্ধে।
বিজলির ঘন ঘটা,
শুনায় নব সৃষ্টির আনন্দের
কোন গোপন কথা।
ঠান্ডায় আবার শিউরে উঠি,
কম্বল টেনে আবারও,
নতুন কোন সুমধুর স্বপ্ন দেখি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৩/২০১৭ধন্যবাদ আপনাকে।