তুমি
তুমি আমার আঠারোর
প্রথম ভালোবাসা।
তোমায় নিয়ে মনের ভিতর,
নানা রঙের ছবি আঁকা।
রাস্তা ঘাটে স্কুল কলেজে ,
তোমার সাথে আসা যাওয়া।
পড়াশোনা কাজের ফাঁকে,
কথায় কথায় ঠাট্টা হাসি।
তোমার সঙ্গে বিরহতে,
মনটা বড় খারাপ লাগে।
গভীর রাতে ভোর প্রভাতে,
থাকো তুমি আমার সাথে।
তোমার সুখে আমি হাসি
তোমার দুখে কাঁদি।
আরো বেশি দুঃখ হলে,
তোমার মাঝেই ডুবে থাকি।
জানি তুমি পরীর মতো,
তবুও চেষ্টা করি আরো কতো;
তুমি যেন সাজো আবার,
আমার হৃদয় অঙ্গনে।
ভুল শুদ্ধ অনেক কিছু,
লিখেই চলি সারা বেলা।
তোমার মাঝেই শান্তি খুজি,
কারণ- "কবিতা", হ্যাঁ কবিতা!
তোমায় আমি অনেক ভালোবাসী।
প্রথম ভালোবাসা।
তোমায় নিয়ে মনের ভিতর,
নানা রঙের ছবি আঁকা।
রাস্তা ঘাটে স্কুল কলেজে ,
তোমার সাথে আসা যাওয়া।
পড়াশোনা কাজের ফাঁকে,
কথায় কথায় ঠাট্টা হাসি।
তোমার সঙ্গে বিরহতে,
মনটা বড় খারাপ লাগে।
গভীর রাতে ভোর প্রভাতে,
থাকো তুমি আমার সাথে।
তোমার সুখে আমি হাসি
তোমার দুখে কাঁদি।
আরো বেশি দুঃখ হলে,
তোমার মাঝেই ডুবে থাকি।
জানি তুমি পরীর মতো,
তবুও চেষ্টা করি আরো কতো;
তুমি যেন সাজো আবার,
আমার হৃদয় অঙ্গনে।
ভুল শুদ্ধ অনেক কিছু,
লিখেই চলি সারা বেলা।
তোমার মাঝেই শান্তি খুজি,
কারণ- "কবিতা", হ্যাঁ কবিতা!
তোমায় আমি অনেক ভালোবাসী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৭/০৩/২০১৭স্বাগতম।