ছলনা
জানেন আমাকে কেউ বুঝেনা,
আমার মন আর চলেনা;
হৃদয় আর মাধুরী মিশিয়ে কেউ কথা বলেনা।
যাদেরকে করলাম বিশ্বাস,
তারা নিতে চায় না আমার নিঃশ্বাস;
তাই আর কাউকে দিতে চাই না আশ্বাস।
ব্যথা ভরা কষ্টের ছাপ,
করে দিলাম সবাইকে মাফ;
মনে রেখে হবে কি আমার লাভ?
বাড়বে শুধু কষ্টের চাপ?
আমার কান্না কেউ শুনেনা,
মন তো আর মানেনা;
কোন পথে হাঁটবো মন জানেনা ।
এভাবে ব্যক্ত করবে যার বক্তব্য,
একটা বিষয় জানা তোমার কর্তব্য।
যার মধ্যে বেশি যাতনা,
তার মাঝেই বেশি ছলনা।
আমার মন আর চলেনা;
হৃদয় আর মাধুরী মিশিয়ে কেউ কথা বলেনা।
যাদেরকে করলাম বিশ্বাস,
তারা নিতে চায় না আমার নিঃশ্বাস;
তাই আর কাউকে দিতে চাই না আশ্বাস।
ব্যথা ভরা কষ্টের ছাপ,
করে দিলাম সবাইকে মাফ;
মনে রেখে হবে কি আমার লাভ?
বাড়বে শুধু কষ্টের চাপ?
আমার কান্না কেউ শুনেনা,
মন তো আর মানেনা;
কোন পথে হাঁটবো মন জানেনা ।
এভাবে ব্যক্ত করবে যার বক্তব্য,
একটা বিষয় জানা তোমার কর্তব্য।
যার মধ্যে বেশি যাতনা,
তার মাঝেই বেশি ছলনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪বাহ্! মুগ্ধ হলাম লিখনীতে। বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা রইলো কবি।
-
শিমুল শুভ্র ১৪/০৭/২০১৪এতো হতাশ কেনো কবি ?
বেশ ভালো লাগলো । -
সাইদুর রহমান ১২/০৭/২০১৪আরে এতো হতাশ হচ্ছেন কেন ?
সুদিন আসবে। ভালো লিখেছেন।
শুভেচ্ছা।