www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কথা বলার পর

তোমার সাথে কথা বলার পর,
    শিহরণে জেগেছে মন-
কথোপকথনে নাহি চায় অবসর।
জানতে চাই ভেতর-বাহির সৃজনশীল তোমাকে,
    সুযোগের সন্ধানের আশায়-
তুমি যা চা্ও তা-ই গড়তে চাই আমাকে।
আমি ভাবি সর্বদাই তোমার সমিপে কথা বলি,
    হৃদয়ে হৃদয়ে ছুঁইয়ে-
হাতে হাত রেখে একই বন্ধনে পথ চলি।
আমার ভাবনার অন্তরালে লুকায়িত ভয়,
    অযোগ্যতার কারণে-
তোমার আত্ত্বতুষ্টি নাহি হয়ে যদি হয় ক্ষয়।
আমার বিশ্বাস শুধু তোমাকে নিয়ে,
    অর্জন করবোই করবো-
তোমার জন্ম আমার জন্য বলব সন্নিকটে গিয়ে।
তুমি বলবে আমায় পেয়ে
    স্বার্থক জীবন তোমার -
কত বীর পুরুষ ব্যর্থ আমায় চেয়ে।

**********
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যদি প্রেমের দেবতা প্রেমের দেবীকে
    নিক্ষেপ করে প্রেমশর
    সে প্রেম রয়ে যাবে বয়ে যাবে দিকেদিকে
    গীত হবে নিরন্তর।
    ভালো লেগেছে......
  • কবি মোঃ ইকবাল ১০/০৭/২০১৪
    চমৎকার শব্দচয়ণ আর অনন্য ভাবনার লিখনী। বেশ ভালো লাগলো। শুভ রাত্রি।
    • মোঃ আল-আমিন ১০/০৭/২০১৪
      ধন্যবাদ কবি.........।।
 
Quantcast