ব্যঙ আর সাপ
দুই বন্ধু, ব্যঙ আর সাপ। একদিন তারা আলোচনা করছে।
ব্যঙ : বন্ধু তোমার সব কিছুই আমার ভাল লাগে। তুমি কত সুন্দর করে ফিস ফিস গান করো। আবার সুন্দর করে ফাঁনা ধর। সব ভাল লাগে।
সাপ : তুমি আমার প্রশংসা কর, তাই তোমায় এতো ভাল লাগে।
এভাবে কথা বলতে বলতে তারা ঝোঁপঝার থেকে বাহির হয়ে তারা মধ্য রাস্তায় চলে আসল।
ব্যঙ : বন্ধু তোমার একটা বিষয় ভাল লাগে না।
সাপ : কোনটা ?
ব্যঙ : ঐ যে তুমি বেকাতেড়া হয়ে চলাফেরা কর। তুমি কি সোজা হইয়া চলতে পার না?
সাপ : রাগান্বিত হয়ে ফাঁনা তুললো, ব্যঙকে খা্ওয়ার জন্য।
ব্যঙ : তখন লাফ দিল।
সাপ : রাস্তার মধ্যে যখন ফাঁনা তুলল, তখন গ্রামের দুষ্ট ছেলেরা সাপটাকে মেরে ফেলল। মারলতো মারলো এক অতিরিক্ত দুষ্ট ছেলে সাপটাকে রাস্তার মধ্যে এক মাথায় থেকে আরেক মাথায় সোজা করে শুইয়ে রাখল।
ব্যঙ : যেতে যেতে বলল, হায়রে বোকা বন্ধু হে তো সোজা হইলি কিন্তু মরার পর।
ব্যঙ : বন্ধু তোমার সব কিছুই আমার ভাল লাগে। তুমি কত সুন্দর করে ফিস ফিস গান করো। আবার সুন্দর করে ফাঁনা ধর। সব ভাল লাগে।
সাপ : তুমি আমার প্রশংসা কর, তাই তোমায় এতো ভাল লাগে।
এভাবে কথা বলতে বলতে তারা ঝোঁপঝার থেকে বাহির হয়ে তারা মধ্য রাস্তায় চলে আসল।
ব্যঙ : বন্ধু তোমার একটা বিষয় ভাল লাগে না।
সাপ : কোনটা ?
ব্যঙ : ঐ যে তুমি বেকাতেড়া হয়ে চলাফেরা কর। তুমি কি সোজা হইয়া চলতে পার না?
সাপ : রাগান্বিত হয়ে ফাঁনা তুললো, ব্যঙকে খা্ওয়ার জন্য।
ব্যঙ : তখন লাফ দিল।
সাপ : রাস্তার মধ্যে যখন ফাঁনা তুলল, তখন গ্রামের দুষ্ট ছেলেরা সাপটাকে মেরে ফেলল। মারলতো মারলো এক অতিরিক্ত দুষ্ট ছেলে সাপটাকে রাস্তার মধ্যে এক মাথায় থেকে আরেক মাথায় সোজা করে শুইয়ে রাখল।
ব্যঙ : যেতে যেতে বলল, হায়রে বোকা বন্ধু হে তো সোজা হইলি কিন্তু মরার পর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুলুক আহমেদ ১৮/১১/২০১৫ভালো!
-
Mahfuza Sultana ১০/০৭/২০১৪বাহ !
-
রামবল্লভ দাস ১০/০৭/২০১৪খুবই ভালো লাগলো ; তবে আরও ভালো ভাবে ঘটনাটিকে সাজানো যেত । ধন্যবাদ ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৯/০৭/২০১৪বাহ বেশ লাগল। মজা পেলাম।