তোমার ভাবনা
তোমার ভাবনায় নাহি ঘুম আসে মোর চোখে,
তোমার স্পর্শ পাবার নিমিত্তে নাহি সুখ মোর বুকে।
তোমার প্রজ্জলিত যৌবনের চেতন,
আমার সমিপে মহা-মূল্যবান রতন।
তোমার ছিদ্রযুক্ত, ক্ষত-বিক্ষত মনের যন্ত্রণা,
আমার অক্ষত ফুলের সংস্পর্শে বিলিয়ে দিব অনাবিল শান্তণা।
তোমাার বেদনা ভরা অশ্রু বিসর্জিত নয়ন,
আমার দৃষ্টির শীতল বৃষ্টিতে ভিজিয় কমল হৃদয়ের চয়ন।
তোমার ঘৃণ্য কর্মে হারিয়েছ স্বীয় সুবৃত্তকে বিভিন্ন বাঁকে,
আমার অনুপ্রেরণায় আবার ফিরে লবে,নিজ স্বত্তাকে পূর্ণাঙ্গরূপে একেঁ।
উদগ্রীব, উৎকন্ঠা স্বাচ্ছন্দের বাণী ভেসে বেড়াবে আকাশে,
তোমার চিত্ত বৃত্তের ব্যাসার্ধে নৃত্তের তালে মিশবে বাতসে।
আবার তোমার বিস্তৃত বাগানে ফুটবে টসটসে লাল গোলাপ ফুল,
জীবন প্রান্তে নতুন জাাগরনে মুছে দিবে সব ভুল।
আবার মনানন্দে গুন গুন করে গান গাইবে,
আর কল্পনার রং ছরিয়ে মার্বেল খেলবে।
তোমার স্পর্শ পাবার নিমিত্তে নাহি সুখ মোর বুকে।
তোমার প্রজ্জলিত যৌবনের চেতন,
আমার সমিপে মহা-মূল্যবান রতন।
তোমার ছিদ্রযুক্ত, ক্ষত-বিক্ষত মনের যন্ত্রণা,
আমার অক্ষত ফুলের সংস্পর্শে বিলিয়ে দিব অনাবিল শান্তণা।
তোমাার বেদনা ভরা অশ্রু বিসর্জিত নয়ন,
আমার দৃষ্টির শীতল বৃষ্টিতে ভিজিয় কমল হৃদয়ের চয়ন।
তোমার ঘৃণ্য কর্মে হারিয়েছ স্বীয় সুবৃত্তকে বিভিন্ন বাঁকে,
আমার অনুপ্রেরণায় আবার ফিরে লবে,নিজ স্বত্তাকে পূর্ণাঙ্গরূপে একেঁ।
উদগ্রীব, উৎকন্ঠা স্বাচ্ছন্দের বাণী ভেসে বেড়াবে আকাশে,
তোমার চিত্ত বৃত্তের ব্যাসার্ধে নৃত্তের তালে মিশবে বাতসে।
আবার তোমার বিস্তৃত বাগানে ফুটবে টসটসে লাল গোলাপ ফুল,
জীবন প্রান্তে নতুন জাাগরনে মুছে দিবে সব ভুল।
আবার মনানন্দে গুন গুন করে গান গাইবে,
আর কল্পনার রং ছরিয়ে মার্বেল খেলবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৮/০৭/২০১৪চমৎকার ভাবনার লিখনী। খুব ভালো লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৮/০৭/২০১৪ভাল লাগল।
-
শিমুল শুভ্র ০৮/০৭/২০১৪অসম্ভব সুন্দর কবিতা ।
-
দীপঙ্কর বেরা ০৮/০৭/২০১৪ভাল লাগল
-
সুরজিৎ সী ০৮/০৭/২০১৪ভালো লাগলো।