প্রহত মানুষ
সময় আমাদের অনেক আগে চলে গেছে।এখন Zero Hour.আমরা সেই যে সামাজিক অনাচার,অন্ধকারে ছিলাম এখনও সেখানেই আছি।মানুষের আকার-আকৃতি দিন দিন ছোট হচ্ছে।তার সাথে তার মানসিকতাও ছোট হচ্ছে।এবং সেটি এত ক্ষুদ্র যে আলোকরেখা কোনোদিন দেখতেই পারেনা।গ্রহগুলো ধ্বংস হয়ে যাবে এবং হচ্ছে।তাই এর সাথে যেন আমরাও ধ্বংস না হয়ে যাই।বাপ-দাদাদের দিন এখন আর নাই।এখন ভাত পেলে মানুষ ভালো থাকবে নতুবা 'জাহান্নামের'চাইতেও আরো ভয়ঙ্কর হয়ে ওঠে।
আল্লাহ দুর্দিনেও যেন আমাদের ভালো রাখেন,তারই পথে চলার,বোঝার তৌফিক দান করেন সেই দোয়া করি
আল্লাহ দুর্দিনেও যেন আমাদের ভালো রাখেন,তারই পথে চলার,বোঝার তৌফিক দান করেন সেই দোয়া করি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/১০/২০২০Good
-
পুষ্পিতা পাল ১৬/০৭/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ১০/০৭/২০২০Good post
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৭/২০২০সকলের শুভবুদ্ধির উদয় হোক।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৭/২০২০That's fine.