সফলতা
আমরা যদি ভালো কাজ করি তবে সেই ভালো কাজ আমাদের বাঁচিয়ে রাখবে।কারণ,ভালো কাজের আরেক নাম বেঁচে থাকা।কিন্তু যতই অধঃপতিত হব ততই যেমন ধ্বংস হব তেমনি মৃত্যুও সন্নিকটবর্তী হবে।
একটা বিষয় জেনে রাখা দরকার যে,মানুষ স্নায়বিক।সে কখনো পাল্টায়না।তার পারিপার্শ্বিক পরিবেশই তাকে বিচিত্র করে তুলে।এই পরিবেশের মাঝে কেউ ভালো পথ বেছে নেয়,কেউবা খারাপ পথ।এখানেই কিন্তু সফলতা।তুমি কোন পথে হাঁটছো এই বোধ যদি তোমার ভেতরে আসে তবেই তুমি নিজেকে বিচার করতে পারবে।কারাগারে বন্দী মানুষের মতো নিজেকে এক জায়গায় শেষ করোনা।বৈচিত্রতায়ও শিক্ষা আছে।তবে সেটা হতে হবে ভালো।মানবাত্মার যত অহংকার,অহমিকা,মিথ্যাভ্যাস ইত্যাদি নিজের মাঝে আসতে দিওনা কিংবা বর্জন করার চেষ্টা করো।তখনই তুমি সফল হতে পারবে।
একটা বিষয় জেনে রাখা দরকার যে,মানুষ স্নায়বিক।সে কখনো পাল্টায়না।তার পারিপার্শ্বিক পরিবেশই তাকে বিচিত্র করে তুলে।এই পরিবেশের মাঝে কেউ ভালো পথ বেছে নেয়,কেউবা খারাপ পথ।এখানেই কিন্তু সফলতা।তুমি কোন পথে হাঁটছো এই বোধ যদি তোমার ভেতরে আসে তবেই তুমি নিজেকে বিচার করতে পারবে।কারাগারে বন্দী মানুষের মতো নিজেকে এক জায়গায় শেষ করোনা।বৈচিত্রতায়ও শিক্ষা আছে।তবে সেটা হতে হবে ভালো।মানবাত্মার যত অহংকার,অহমিকা,মিথ্যাভ্যাস ইত্যাদি নিজের মাঝে আসতে দিওনা কিংবা বর্জন করার চেষ্টা করো।তখনই তুমি সফল হতে পারবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মহিউদ্দিন রমজান ৩০/০৬/২০২০ধন্যবাদ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৬/২০২০ভালো কাজের ক্ষয় নাই।
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৬/২০২০সুন্দর চিন্তার প্রতিফলণ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/০৬/২০২০মন্ত্রমুগ্ধ!
-
ফয়জুল মহী ২৬/০৬/২০২০খুবই মুগ্ধকর কথায় সাজানো নিপুণ চয়ন I