www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সফলতা

আমরা যদি ভালো কাজ করি তবে সেই ভালো কাজ আমাদের বাঁচিয়ে রাখবে।কারণ,ভালো কাজের আরেক নাম বেঁচে থাকা।কিন্তু যতই অধঃপতিত হব ততই যেমন ধ্বংস হব তেমনি মৃত্যুও সন্নিকটবর্তী হবে।
একটা বিষয় জেনে রাখা দরকার যে,মানুষ স্নায়বিক।সে কখনো পাল্টায়না।তার পারিপার্শ্বিক পরিবেশই তাকে বিচিত্র করে তুলে।এই পরিবেশের মাঝে কেউ ভালো পথ বেছে নেয়,কেউবা খারাপ পথ।এখানেই কিন্তু সফলতা।তুমি কোন পথে হাঁটছো এই বোধ যদি তোমার ভেতরে আসে তবেই তুমি নিজেকে বিচার করতে পারবে।কারাগারে বন্দী মানুষের মতো নিজেকে এক জায়গায় শেষ করোনা।বৈচিত্রতায়ও শিক্ষা আছে।তবে সেটা হতে হবে ভালো।মানবাত্মার যত অহংকার,অহমিকা,মিথ্যাভ্যাস ইত্যাদি নিজের মাঝে আসতে দিওনা কিংবা বর্জন করার চেষ্টা করো।তখনই তুমি সফল হতে পারবে।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৬৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মহিউদ্দিন রমজান ৩০/০৬/২০২০
    ধন্যবাদ
  • ভালো কাজের ক্ষয় নাই।
  • সুন্দর চিন্তার প্রতিফলণ।
  • মন্ত্রমুগ্ধ!
  • ফয়জুল মহী ২৬/০৬/২০২০
    খুবই মুগ্ধকর কথায় সাজানো নিপুণ চয়ন I
 
Quantcast