সময়ের স্রোত
অতীতকে ভূলে যাওয়া যায়না।কিন্তু সময়ের স্রোতে সেই অতীত হারিয়ে যায়।অতীতের দুঃখগুলোকে মনে করে কষ্ট পেয়ে কোনো লাভ নেই।নিজেকে নিজের ভবিষ্যত গড়তে হবে।বর্তমান সমাজে আপন বলতে শুধু রক্তের যারা তারাই আপন।আর বাকী সব মেকি।যে তোমাকে সঠিক পথ দেখায় যে তোমার অতীত নয় বরং বর্তমানকে সঠিকভাবে তৈরী করতে বলে সেই আপন।সময়কে মূল্য দিতে হবে।আর সেই সময় তোমাকে একদিন জবাবের মুখোমুখি করবে,তুমি জয়ী হবে।হার মানলে হবেনা।জীবনের অপর নাম বিপদ।বিপদ আসতে থাকবে।কিন্তু তোমাকে বিপদের মোকাবেলা করে মাকসাদে পৌঁছাতে হবে।মানুষ হয়ে আমরা জন্মেছি।জীবনের পথে সুখ,দুঃখ আসবে।সবকিছু তোমার জন্য পরিক্ষা।আর সেই পরিক্ষায় পাশ করতে হলে নিজেকে সত্য পথের পথিক বানাতে হবে।বিপদে ধৈর্যধারণ,সমস্ত দুঃখ কষ্ট ভূলে আমাদের গড়ে তুলতে হবে সঠিক জীবন।আত্নবিশ্বাস রাখতে হবে নিজের উপর যে আমিই পারব। তখন সফলতা আসবে ইনশাল্লাহ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ছাকিবুল ইসলাম (শাওন) ২৪/০৩/২০২০তাই সেই
-
মোঃ ছাকিবুল ইসলাম (শাওন) ২৪/০৩/২০২০তাই
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১১/০৩/২০২০সুন্দর লেখা।
-
শাহীন রহমান (রুদ্র) ১১/০৩/২০২০সবাইকে অনেক ধন্যবাদ।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৩/২০২০ভালো লাগলো।
-
একনিষ্ঠ অনুগত ০৯/০৩/২০২০ইনশাআল্লাহ্, হতাশ না হয়ে এগিয়ে যাবো, যেতে হবে।।