বৈষম্য
আজ পৃথিবীর সব জায়গায় বৈষম্য
কোথাও নেই কোনো সাম্য।
ভূলে গেছে সবাই রক্তের টান
ভূলে গেছে সবাই স্বপ্নের অভিমান।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান
সবাই মানুষ,একই প্রাণ।
তবে কেন আজ জানোয়ারেরা
উগ্র হয়ে উঠছে
হাজারো মজলুমের প্রাণ কেন লুটছে।
ওদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ
সাবধান হয়ে যাও পশুনামধারী দ্বিপদ।
পৃথিবীটা তো এমন ছিলনা।আমরাই এটাকে বিষাক্ত করে তুলেছি।এতে কারো ক্ষতি হচ্ছেনা।বরং আমরাই হারাচ্ছি আমাদের মানবতাবোধ।আমরাই আমাদের ধ্বংস করছি।আজ যে পাপ করছি তার ফল একদিন পেতেই হবে।
কোথাও নেই কোনো সাম্য।
ভূলে গেছে সবাই রক্তের টান
ভূলে গেছে সবাই স্বপ্নের অভিমান।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান
সবাই মানুষ,একই প্রাণ।
তবে কেন আজ জানোয়ারেরা
উগ্র হয়ে উঠছে
হাজারো মজলুমের প্রাণ কেন লুটছে।
ওদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ
সাবধান হয়ে যাও পশুনামধারী দ্বিপদ।
পৃথিবীটা তো এমন ছিলনা।আমরাই এটাকে বিষাক্ত করে তুলেছি।এতে কারো ক্ষতি হচ্ছেনা।বরং আমরাই হারাচ্ছি আমাদের মানবতাবোধ।আমরাই আমাদের ধ্বংস করছি।আজ যে পাপ করছি তার ফল একদিন পেতেই হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০২/০৩/২০২০সত্য কথা বলছেন কবি দা
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০৩/২০২০ভালোই
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৩/২০২০ভালো।
-
ফয়জুল মহী ০১/০৩/২০২০নান্দনিক লেখনী ।