অদম্য
অদম্য
- শাহীনূর মুস্তাফিজ
পিছনের অন্ধকার ছায়া ফেলে
মৃত্যুভয় দূরে ঠেলে
আমি চলেছি সত্যের পথে অদম্য হয়ে।
অভ্যুত্থান চিনেছি আমি
স্বাধীনতা আমার কাছে অনেক দামী।
মাথানত করিনি কভূ ক্ষমতার কাছে
যদিও সব হারিয়ে যায় পাছে।
আমি দুর্বার হয়ে থাকব
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
আমি বিপ্লবী বাঙালী
করব বাংলার রক্ষে।
কোনো কিছুতে হতাশ হবেনা।যেটা পাওনি তার জন্য আক্ষেপ করোনা।হয়তো তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে।তুমি অদম্য।দুর্বার।জীবনের মোড় ঘুরতে সময় লাগেনা।অতএব সময়কে মূল্য দাও।কোনো কাজকে ছোট করে আমরা দেখবনা।কাউকে অবহেলা করা যাবেনা।সবার সাথে ভাল আচরণ করতে হবে।তোমার স্বপ্ন লক্ষ্যে পৌঁছুতে দরকার শুধু মনুষ্যত্ব বজায় রাখা।জীবনটা অনেক সুন্দর।যদি আমরা পরিশ্রম করে সেভাবে গড়ে তুলতে পারি।
- শাহীনূর মুস্তাফিজ
পিছনের অন্ধকার ছায়া ফেলে
মৃত্যুভয় দূরে ঠেলে
আমি চলেছি সত্যের পথে অদম্য হয়ে।
অভ্যুত্থান চিনেছি আমি
স্বাধীনতা আমার কাছে অনেক দামী।
মাথানত করিনি কভূ ক্ষমতার কাছে
যদিও সব হারিয়ে যায় পাছে।
আমি দুর্বার হয়ে থাকব
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
আমি বিপ্লবী বাঙালী
করব বাংলার রক্ষে।
কোনো কিছুতে হতাশ হবেনা।যেটা পাওনি তার জন্য আক্ষেপ করোনা।হয়তো তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে।তুমি অদম্য।দুর্বার।জীবনের মোড় ঘুরতে সময় লাগেনা।অতএব সময়কে মূল্য দাও।কোনো কাজকে ছোট করে আমরা দেখবনা।কাউকে অবহেলা করা যাবেনা।সবার সাথে ভাল আচরণ করতে হবে।তোমার স্বপ্ন লক্ষ্যে পৌঁছুতে দরকার শুধু মনুষ্যত্ব বজায় রাখা।জীবনটা অনেক সুন্দর।যদি আমরা পরিশ্রম করে সেভাবে গড়ে তুলতে পারি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০২/২০২০খুব সুন্দর
-
এইচ আর মুন্না ২৪/০২/২০২০অনন্য সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১৬/০২/২০২০বেশ ভাবনা
-
ফয়জুল মহী ১৬/০২/২০২০মুগ্ধ হয়ে পড়লাম। i
-
সাইদুর রহমান ১৬/০২/২০২০বেশ ভালো লাগলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০২/২০২০splendid