কুহেলিকা
জীবনের পথ কখনও সহজ আবার কখনও কঠিন।পরিস্থিতিকে অনেক সময় মেনে নিতে হয়।এতে কষ্ট পেয়ে লাভ নেই।বরং তোমাকে আরো ভাল কিছু করার জন্য প্রস্তুত করতে হবে।কুহেলিকা দেখে ভয় পাওয়া যাবেনা।কেননা,একটু পরেই সূর্য উঠবে।আলোয় আলোকিত হবে পৃথিবী।পথ চলতে আর কোনো অসুবিধা নেই।সফলতা পেতে হলে পরিশ্রম করতে হবে।ধৈর্যের অপর নাম সফলতা।পিছনের ইতিহাস ভূলে গিয়ে সামনের চিন্তা কর।তোমার জন্য আল্লাহর দরজা বন্ধ নয়।সত্যের সাথে চলো,সফলতা আসবেই।আর তখন দুঃখরা ততটা আঘাত দিবেনা।নিজেকে যে সঠিক শপথে আবদ্ধ করতে পারবে সেই সফলতা লাভ করবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০২/২০২০খুব ভালো
-
Yeasin ১৫/০২/২০২০অনেক সুন্দর।বাস্তবিক কথা।
-
মো.রিদওয়ান আল হাসান ১৩/০২/২০২০বাহ।খুবই ভাল
-
ফয়জুল মহী ১৩/০২/২০২০দারুণ ছন্দোময় ও বর্ণ
-
আলমগীর সরকার লিটন ১৩/০২/২০২০অসাধারণ লেখেছেন শাহীন দা