মানবতার মুক্তি
মানবতা আজ মরেছে ধুকে
পায়না সে তো আহার।
ভালো তাকে বাসেনি কেউ
খোঁজ রাখেনি তাহার।
মোল্লা সাহেব মেম্বারে উঠি
হাকান বড় বুলি।
ভিখারি তাহার দ্বারে দাঁড়ায়
ফিরে শূণ্য ঝুলি ।
পুরোহিত তার দেবতার তরে
মন্ত্র মুগ্ধ বোল।
ফুল পাতাং সব দিয়ে দেওং
মিঠাই ঝোলায় তোল।
বৃদ্ধাশ্রমে বাবা-মায়ে থাকে
পায়না তারা আদর।
ছেলের বাড়িতে পোষ মানা হয়
বনের বেহায়া বাদর।
রাস্তার পাশে পরে থাকে শিশু
হয় না কোথাও ঠাঁই।
মায় তাকে ফেলে রেখে গেছে
বাপ যে তাহার নাই।
শহরের বুকে দালান তুলেছে
আকাশচুম্বী বাড়ি ।
প্রতিবেশী তার না খেয়ে থেকে
করছে আহাজারি।
সবখানে নাকি আছে চালু
অন্যায়ের বিচার ।
তবু কেন নিত্য শুনায়
ধর্ষিতার চিৎকার।
সমাজের এই বেহাল দশা
চাই যে প্রতিকার।
সবকিছু ফেলে সবে মিলে কর
সেবা মানবতার।
পায়না সে তো আহার।
ভালো তাকে বাসেনি কেউ
খোঁজ রাখেনি তাহার।
মোল্লা সাহেব মেম্বারে উঠি
হাকান বড় বুলি।
ভিখারি তাহার দ্বারে দাঁড়ায়
ফিরে শূণ্য ঝুলি ।
পুরোহিত তার দেবতার তরে
মন্ত্র মুগ্ধ বোল।
ফুল পাতাং সব দিয়ে দেওং
মিঠাই ঝোলায় তোল।
বৃদ্ধাশ্রমে বাবা-মায়ে থাকে
পায়না তারা আদর।
ছেলের বাড়িতে পোষ মানা হয়
বনের বেহায়া বাদর।
রাস্তার পাশে পরে থাকে শিশু
হয় না কোথাও ঠাঁই।
মায় তাকে ফেলে রেখে গেছে
বাপ যে তাহার নাই।
শহরের বুকে দালান তুলেছে
আকাশচুম্বী বাড়ি ।
প্রতিবেশী তার না খেয়ে থেকে
করছে আহাজারি।
সবখানে নাকি আছে চালু
অন্যায়ের বিচার ।
তবু কেন নিত্য শুনায়
ধর্ষিতার চিৎকার।
সমাজের এই বেহাল দশা
চাই যে প্রতিকার।
সবকিছু ফেলে সবে মিলে কর
সেবা মানবতার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৩/০৫/২০২০Best wishes.