www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে আসো না

রাতে ঘুম না আসার কারণ ভাবছিলাম ।ইদানিং এ সমস্যাটা হচ্ছে ।রাতের অনেকটা সময় কেটে যায় অথচ ঘুমের দেখা পাই না ।কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছি ।তবে শুধু এটা নিয়ে ঘুম না হওয়ার কারণ দেখছি না।তাই ঘুম না হওয়ার কথা ভেবে মোবাইলে এফএম রেডিওতে গান শুনছি ।

এখন একটা গান চলছে খুব ভালো লাগছে শুনতে

যাচ্ছ দূরে যাও তুমি,বাধা দেব না ।
ফিরে আসবে এটাও জানি,ভুলে যাবে না
কাটলো না হয় কটা দিন,শুন্যতায় তুমি হীন,
জমবে ভালবাসা,ফিরে আসো না !!!!



এসব গান শুনলে মন খারাপ হয়ে যায় ।তারপরও শুনতে ভাল লাগছে ।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১০২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ২৬/০৬/২০১৪
    মনের অনুভুতি আমাদের শেয়ার করার জন্য ধন্যবাদ।
  • এই বয়সে এতো দুঃচিন্তা কিসের? মনকে ঝরঝরে রাখুন।তাহলে মনে শক্তি পাবেন।সময় থাকলে এবং সেই সাথে মন ভালো থাকলে আমার আজকের আয়োজনে আপনাকে আমন্ত্রণ।শুভকামনা সবসময়।
    • মাহমুদ নাহিদ ০১/১১/২০১৩
      ধন্যবাদ শুভ কামনা করার জন্য ।আপনার জন্যও শুভ কামনা থাকলো ।
 
Quantcast