অবুঝ অভিমান
যেদিন তুমি এস এম এস পাঠালে আমার মোবাইল ফোনে
সেদিন হঠাৎ কি ভেবে আন্দলিত হয়েছিল আমার মন
তখন কি এক দুর্বার আকর্ষণ আর ভালোলাগার আবেশে ছুয়ে যাওয়া
ভাবতেই ভালো লাগে সবকিছু ।
তোমার কি মনে পড়ে ?
লজ্জায় লাল হওয়া আর নাকের দু'পাশে জমে ওঠা
বিন্দু বিন্দু ঘাম ।
আরো ছিলো,
আকাশ ভরা তারা ,নদীর জ্বলে ঢেউ ছিল
আমার পাশে বসবাস করা সুখি দম্পতির
সাজানো ঘরের সুখ স্বপ্ন সবই ছিল ।
অবশেষে,
মুখোমুখি বসে দীর্ঘ আলাপ ,পরিচয়, জানা-শোনা
আর মনে মনে সাগর মহাসাগর পাড়ি দেবার অভিলাস ।
আর নিজের মনে,
এঁকে চলেছি সোনালী স্বপ্ন আর নীল রঙের তুলির আঁচড়ে
তোমার মুখচ্ছবি ,
সবশেষে,
তোমার অবুঝ অভিমানে ক্ষত-বিক্ষত হলো আমার মনের ক্যানভাস ।
গোলাপী, হলুদ আর সবুজ রঙের বেদনা গুলো মিলে মিশে হয়ে গেল নীল,
তাইতো,
বেদনার অনলে এবার হারিয়ে যাওয়ার পালা
তবুও যদি পার
তবে বল, ঘুচবে কি তোমার মনের আঁধার ?
সেদিন হঠাৎ কি ভেবে আন্দলিত হয়েছিল আমার মন
তখন কি এক দুর্বার আকর্ষণ আর ভালোলাগার আবেশে ছুয়ে যাওয়া
ভাবতেই ভালো লাগে সবকিছু ।
তোমার কি মনে পড়ে ?
লজ্জায় লাল হওয়া আর নাকের দু'পাশে জমে ওঠা
বিন্দু বিন্দু ঘাম ।
আরো ছিলো,
আকাশ ভরা তারা ,নদীর জ্বলে ঢেউ ছিল
আমার পাশে বসবাস করা সুখি দম্পতির
সাজানো ঘরের সুখ স্বপ্ন সবই ছিল ।
অবশেষে,
মুখোমুখি বসে দীর্ঘ আলাপ ,পরিচয়, জানা-শোনা
আর মনে মনে সাগর মহাসাগর পাড়ি দেবার অভিলাস ।
আর নিজের মনে,
এঁকে চলেছি সোনালী স্বপ্ন আর নীল রঙের তুলির আঁচড়ে
তোমার মুখচ্ছবি ,
সবশেষে,
তোমার অবুঝ অভিমানে ক্ষত-বিক্ষত হলো আমার মনের ক্যানভাস ।
গোলাপী, হলুদ আর সবুজ রঙের বেদনা গুলো মিলে মিশে হয়ে গেল নীল,
তাইতো,
বেদনার অনলে এবার হারিয়ে যাওয়ার পালা
তবুও যদি পার
তবে বল, ঘুচবে কি তোমার মনের আঁধার ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩ভালো লাগলো
-
জহির রহমান ৩০/১০/২০১৩অবশেষে...
শুভেচ্ছা। -
Înšigniã Āvî ৩০/১০/২০১৩অসাধারন