কি দেব তোমায় বলো
দখিনা বাতাস এখন, ছুঁয়েছে যখন আমার মন
কি দেব তোমায় বলো ?
কি দেবে আমায় বল ?
আর কি আছে দেবার মত তোমার ?
আমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদটি চাই
আর সেটা আছে যে তোমারই কাছে !!
কি সেই সম্পদ ?
আমাকে বলো, আমি তোমাকে দেব ।
প্রতি মুহূর্তে তুমি থাকো আমার চারিপাশে ।তুমি ছাড়া আর কাউকে চাই না আমার জীবনে,শুধু কেবল তুমি, কিন্তু যখন ভাবি পাবো না তোমাকে তখন কেবল শূন্যতায় ভরে যায় মন,দুটি চোখ ভিজে যায় পানিতে ।কেন তোমাকে এতো ভালো লাগলো ?
আর কেনই বা এত কষ্ট লাগে মনে ?
কি দেব তোমায় বলো ?
কি দেবে আমায় বল ?
আর কি আছে দেবার মত তোমার ?
আমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদটি চাই
আর সেটা আছে যে তোমারই কাছে !!
কি সেই সম্পদ ?
আমাকে বলো, আমি তোমাকে দেব ।
প্রতি মুহূর্তে তুমি থাকো আমার চারিপাশে ।তুমি ছাড়া আর কাউকে চাই না আমার জীবনে,শুধু কেবল তুমি, কিন্তু যখন ভাবি পাবো না তোমাকে তখন কেবল শূন্যতায় ভরে যায় মন,দুটি চোখ ভিজে যায় পানিতে ।কেন তোমাকে এতো ভালো লাগলো ?
আর কেনই বা এত কষ্ট লাগে মনে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/১০/২০১৩ভালো লাগলো।