www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু তোমার জন্য

তোমার ভালোবাসায় বিশ্বাস ছিল
অনেক বার তোমায় বলেছি এ কথা ।
শুধু একটু সময় চেয়েছি তোমার কাছে,আমার বিশ্বাসের প্রমান দিতে ।
দু’জনের পথ চলা যে শুধু পথ চলাই না,আরো অনেক কিছু
বর্ষার প্রথম কদম ফুল তোমাকে দিতে পারিনি বলে তোমার কষ্টটা আমি বুঝি
অথবা বকুল ফুলের মালায় তোমায় বরন করা ?
আমি আসলে নিজেকে যে ভাবে চিনেছি,তোমাকে ও সে ভাবে চিনতে চেয়েছি

একান্ত ভালোলাগায়,ভালোবাসায় ।
তুমি তো জান আমার ভালোলাগা ?
তবুও বলা হয়ে ওঠেনি কখনো,যেতেও পারিনি তোমার মনের কাছাকাছি ।
বলতে পারিনি শতভাগ বিশুদ্ধ ভালোবাসা শুধু তোমার জন্য,
শুধু তোমার ঐ ভ্রান্ত ভাবনা গুলো ছাড়া ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast