www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্ততঃ তোমার সাথে আবার দেখা হবে

বৃষ্টি থেমে গেছে কিছু সময় আগে  
পিচের রাস্তাটা ভিজে চুপসে আছে ,
বৃষ্টি থেমে গেছে যদিও, আকাশটা এখনো মেঘাছন্ন
রেইনট্রিগাছ গুলো থেকে এখনো টুপটাপ পানি ঝরিয়ে যাচ্ছে।
কি আস্তে, নিঃশব্দে সন্ধ্যাটা নেমে এলো আমার ছোট্ট ঘরের জানালাটার বাইরে
এমনি দিনের শেষ আলোর মত নিঃশব্দে ধীরে চলে যেতে হবে ।
যাওয়াটাই কি তবে শেষ কথা  ।
বসন্তের জন্মদিনে আর কি ফেরা হবে না ?
দীর্ঘশ্বাস ফেলে বাম চোখের কোণে জমা অশ্রু মুছলাম বাম হাত দিয়ে
ইদানীং প্রায়ই এইসব কাজগুলো করা হয়ে থাকে ।
তুমি একাই আসো, আবার একাই চলে যাও, মাঝে থেকে অস্থির হয় উঠি, তোমার চলে যাওয়া আর ভালো লাগে না ।

আজকাল আচমকাই বুকটা হু হু করে ওঠে  
ঝলমলে রোদেলা শুনশান দুপুরে, কিংবা দুপুর আর বিকেলের সন্ধিক্ষণে তোমার কথা ভেবে ভেবে ।
যখন অফিসে বা একাকি বাসায়, অথবা আজকের এই সন্ধ্যাটার মতো কোন একাকী সময়ে তোমার কথা ভেবে মনের ভিতর একটা ডাহুক ডেকে ওঠে । আর তখনই অফিসের কোন কাজে মন বসে না ভাবনাগুলো আসে,
যেগুলো আগে কখনো ভাবেনি ,
অন্ততঃ তোমার সাথে আবার দেখা হবে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩
    অনুভুতির প্রকাশটা থমকে দিল আমায় ।
    কী সুন্দর করেই না প্রকাশ করেছেন ।
    অনেক সাধুবাদ জানাই মাহমুদ ।।
  • চমৎকার একটি পরিবেশ সৃষ্টি করেছেন লেখনীর মাধ্যমে।খুব ভালো লাগলো।একেবারে মন ছুঁইয়ে গেল।ধন্যবাদ কবি।
 
Quantcast