তোমাকে ছাড়াই বেঁচে আছি
তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই।
জীবনে অনেক মিথ্যা বলেছি, তার
মধ্যে অন্যতম
"তোমাকে ছাড়া বাঁচব না" কিন্তু
র্নিলজ্জের মত
এখনো বেঁচে আছি।
ভেবেছিলাম তোমায় ছাড়া থাকতে পারব
না কিন্তু এখন
তোমাকে ছাড়াই থাকি।
তোমার অবাক হওয়ার মত কিছু নেই
অবাক তো আমি নিজেই।
তোমার উপর রাগ নেই কারন
তুমি তো আর তোমার স্বভাব এর
বিরুদ্ধে যেতে পারবে না।
তবে একটা কথা মনে রেখ আমার
প্রতিটি নিশ্বাসের হিসাব
তোমায় দিতে হবে আজ না হয় কাল
অথবা কোন এক দিন
জীবনে অনেক মিথ্যা বলেছি, তার
মধ্যে অন্যতম
"তোমাকে ছাড়া বাঁচব না" কিন্তু
র্নিলজ্জের মত
এখনো বেঁচে আছি।
ভেবেছিলাম তোমায় ছাড়া থাকতে পারব
না কিন্তু এখন
তোমাকে ছাড়াই থাকি।
তোমার অবাক হওয়ার মত কিছু নেই
অবাক তো আমি নিজেই।
তোমার উপর রাগ নেই কারন
তুমি তো আর তোমার স্বভাব এর
বিরুদ্ধে যেতে পারবে না।
তবে একটা কথা মনে রেখ আমার
প্রতিটি নিশ্বাসের হিসাব
তোমায় দিতে হবে আজ না হয় কাল
অথবা কোন এক দিন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২০/১০/২০১৩ভাব হিসেবে চমৎকার ভাবে র অবতারণা করেছেন কবিতা য়।খুবই চরম বাস্তব একটি সত্য কবিতা য় ফুটে উঠেছে।আসলেই মানুষ চাইলেই সব পারে।আপনি যেমন গভীর ভালবাসা সত্ত্বেও প্রিয়া না পেয়ে বেচেঁ আছেন, ঠিক সবই ঐরকম।তবে সব ভালবাসা এক হয়না।খুব সামান্য কিছু ভালবাসা আছে যা পৃথিবী তে অমর।কেননা সেই ভালবাসার জন্যয তাঁরা বেচেঁ থাকতে পারেননি।ধন্যবাদ কবিতা র জন্য।ছায়ার সাথে সহমত পোষন করছি।আরও কাব্যিকতা থাকলে আরও সুন্দর হতো।শুভকামনা আপনার জন্য।
-
রোদের ছায়া ২০/১০/২০১৩কবিতায় কাব্যের চেয়ে অভিমান বেশি ঝড়ে পড়লো । কবিতা আরও একটু কাব্য নির্ভর হলে ভালো হয় । ( একান্ত ব্যক্তিগত মতামত) । ভালোই লাগলো।
কিন্তু এও সিত্য যে, তোমাকে এর হিসেব দিতে হবে আজ না হয় কাল...
ইসসস ! অভিমান উপচে উপচে পড়ছে...ছুঁয়ে গেল প্রকাশটা ।।