প্রচেষ্টা
জান,
আজ আমার ছোট্র নীল বারান্দায় ঝুম বৃষ্টি হচ্ছে ।
কেন বলতে পারবে?
আসলে কাল রাতে এক দল মেঘ হুট করে আমার জানালায় এসে আমার একচিলতে দুঃখ নিয়ে গেল ।
তাই আজ তারা কাঁদছে ।
মেঘের অমন কান্না দেখে একটি জোনাকি আমায় প্রশ্ন করলো-
তুমি কেন অমন করে কাঁদনা ?
আমি শুধুই হেসেছিলাম ,তাকে বলিনি যে
আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি আর কাঁদবো না ।
বোকা জোনাকিকে কী করে বুঝাই যে আমার কাঁদতেও ভয় হয়
যদি তোমার স্মৃতিগুলো আমার অশ্রুর সঙ্গে ধুয়ে যায় ।
তোমার কি মনে পড়ে,তুমি একদিন বলেছিলে,পরজন্মে আমার কাছে ফিরে আসবে ।তোমার আশায় তাই এখনো রাতের বেলা জেগে থাকি
নির্ঘূম রাতগুলোয় চলে মিষ্টি কোন স্বপ্ন দেখার প্রচেষ্টা ।
আজ আমার ছোট্র নীল বারান্দায় ঝুম বৃষ্টি হচ্ছে ।
কেন বলতে পারবে?
আসলে কাল রাতে এক দল মেঘ হুট করে আমার জানালায় এসে আমার একচিলতে দুঃখ নিয়ে গেল ।
তাই আজ তারা কাঁদছে ।
মেঘের অমন কান্না দেখে একটি জোনাকি আমায় প্রশ্ন করলো-
তুমি কেন অমন করে কাঁদনা ?
আমি শুধুই হেসেছিলাম ,তাকে বলিনি যে
আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি আর কাঁদবো না ।
বোকা জোনাকিকে কী করে বুঝাই যে আমার কাঁদতেও ভয় হয়
যদি তোমার স্মৃতিগুলো আমার অশ্রুর সঙ্গে ধুয়ে যায় ।
তোমার কি মনে পড়ে,তুমি একদিন বলেছিলে,পরজন্মে আমার কাছে ফিরে আসবে ।তোমার আশায় তাই এখনো রাতের বেলা জেগে থাকি
নির্ঘূম রাতগুলোয় চলে মিষ্টি কোন স্বপ্ন দেখার প্রচেষ্টা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২০/১০/২০১৩হৃদয়ের গহিন থেকে একরাশ দীর্ঘ শ্বাস বেড়িয়ে গেল।কি অপূর্ব এই লেখা।যতটুকু পড়েছি ততই এর গভীরে যেন ডুবে যাচ্ছি।অসম্ভব সুন্দর আপনার বলার ভঙ্গি।যা পাঠক হৃদয় ছুঁইয়ে যেতে বাধ্য।ধন্যবাদ এতো সুন্দর কবিতা র জন্য।শুভকামনা সবসময়।
-
আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩লেখাটা ছুয়েঁ গেল নাহিদ ।
প্রিয় মানুষের কাছে দেয়া কথা গুলো আমরা তাদের হারানোর পর বেশি মনে রাখি...
শুভেচ্ছা কবিকে ।। -
সুবীর কাস্মীর পেরেরা ১৯/১০/২০১৩খুব ভাল লাগল