তোমাকেই
অচেনা সময়,চেনা পথ
হঠাৎ তোমার দেখা
স্বপ্ন না বাস্তব ভাবতে ভাবতেই বেলা শেষ ।
যেখানে শুরুই হলো না সেখানে শেষের আহবান
যেটুকু কথা হলো আবছা,এলোমেলো ঘাড় দুলিয়ে কি বলছো বুঝতেই পারলাম না ।
আর শোনার চেষ্টাও করিনি,যদি আরো অহংকারী হয়ে ওঠো
ভাবতে ভালোই লাগে,তোমাকে নিয়ে
হঠাৎ দেখা,আর এক দেখাতেই কিনা আমি এলোমেলো ।
বাস্তব বা কল্পনায় কখনো ভাবিনি তোমার দেখা এভাবে পাব
নীল ড্রেস এ অসম্ভব সুন্দর লাগছিল তোমায় ।
যদিও জানি এসব ছাড়াই তুমি সুন্দর
পরিচিত একজনের কাছে তোমার কথা জেনে ছিলাম
সেখান থেকেই তোমাকে দেখার ইচ্ছে ছিল
আর যখন দেখা হলো ,
তখন অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ভিড় করছিল ।
এক সময় আমি ছিলাম খুবই ভিতু একটা ছেলে,প্রয়োজন ছাড়া যে কিনা কারো সাথে কথাই বলতো না ।আর সেই কিনা তোমার কন্ঠশর শোনার জন্য ব্যকুল হয়ে উঠলো ।হঠাৎ একদিন জানতে পারলাম তুমিই আমাকে ভালোবাসো,আর আমাকে বলার জন্য ব্যকুল হয়ে আছ ।
হঠাৎ আসা ভালোবাসা বুঝতে পারিনি আমার কি করা উচিৎ
আমিও বলে দিলাম ভালোবাসি তোমায়
সেখান থেকে দুজনের পথ চলা
হঠাৎ বাঁধা,বুঝতে পারলাম না ।
শুনতে পেলাম তুমি অন্য ধর্মের তাই তুমি আমার সাথে কথা বলো এটা কেউ চায় না
আমিও বুঝতে পারলাম না আমার কি করা উচিৎ
এমন করেই স্বপ্নের শুরু হতে না হতেই শেষ হয়ে গেল ।
আবার যাবার সময় বলে গেলে যেন ভালো থাকি
বলতে পারিনি আমি ভালো আছি ।
মাঝে মাঝে মনে হয় সামনা সামনি দাড়াই আর প্রশ্ন করি তোমাকে কাউকে স্বপ্ন দেখিয়ে ভেঙে দেওয়া কি সঠিক হয়েছে
বাস্তবে তা আর হয়ে ওঠেনা ।
হঠাৎ তোমার দেখা
স্বপ্ন না বাস্তব ভাবতে ভাবতেই বেলা শেষ ।
যেখানে শুরুই হলো না সেখানে শেষের আহবান
যেটুকু কথা হলো আবছা,এলোমেলো ঘাড় দুলিয়ে কি বলছো বুঝতেই পারলাম না ।
আর শোনার চেষ্টাও করিনি,যদি আরো অহংকারী হয়ে ওঠো
ভাবতে ভালোই লাগে,তোমাকে নিয়ে
হঠাৎ দেখা,আর এক দেখাতেই কিনা আমি এলোমেলো ।
বাস্তব বা কল্পনায় কখনো ভাবিনি তোমার দেখা এভাবে পাব
নীল ড্রেস এ অসম্ভব সুন্দর লাগছিল তোমায় ।
যদিও জানি এসব ছাড়াই তুমি সুন্দর
পরিচিত একজনের কাছে তোমার কথা জেনে ছিলাম
সেখান থেকেই তোমাকে দেখার ইচ্ছে ছিল
আর যখন দেখা হলো ,
তখন অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ভিড় করছিল ।
এক সময় আমি ছিলাম খুবই ভিতু একটা ছেলে,প্রয়োজন ছাড়া যে কিনা কারো সাথে কথাই বলতো না ।আর সেই কিনা তোমার কন্ঠশর শোনার জন্য ব্যকুল হয়ে উঠলো ।হঠাৎ একদিন জানতে পারলাম তুমিই আমাকে ভালোবাসো,আর আমাকে বলার জন্য ব্যকুল হয়ে আছ ।
হঠাৎ আসা ভালোবাসা বুঝতে পারিনি আমার কি করা উচিৎ
আমিও বলে দিলাম ভালোবাসি তোমায়
সেখান থেকে দুজনের পথ চলা
হঠাৎ বাঁধা,বুঝতে পারলাম না ।
শুনতে পেলাম তুমি অন্য ধর্মের তাই তুমি আমার সাথে কথা বলো এটা কেউ চায় না
আমিও বুঝতে পারলাম না আমার কি করা উচিৎ
এমন করেই স্বপ্নের শুরু হতে না হতেই শেষ হয়ে গেল ।
আবার যাবার সময় বলে গেলে যেন ভালো থাকি
বলতে পারিনি আমি ভালো আছি ।
মাঝে মাঝে মনে হয় সামনা সামনি দাড়াই আর প্রশ্ন করি তোমাকে কাউকে স্বপ্ন দেখিয়ে ভেঙে দেওয়া কি সঠিক হয়েছে
বাস্তবে তা আর হয়ে ওঠেনা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩সত্যিই বেদনাবিধুর আপনার লেখা।যতটুকু পড়েছি ততই হৃদয় নিঙড়ে গেছে।আপনার জন্য শুভকামনা।আশা রাখি ভালো থাকেন।ধন্যবাদ।
-
ফাল্গুনী আলম ১১/১০/২০১৩হৃদয়স্পর্শ্রী একটা লেখা। মুগ্ধ হলাম পড়ে।
-
Înšigniã Āvî ১১/১০/২০১৩দারুন
-
সুবীর কাস্মীর পেরেরা ১১/১০/২০১৩দারুণ লিখেছেন