অচেনা শহর এবং আমি
আমি হাটছি আর আমার পিছনে পড়ে যাচ্ছে এক শহর
আমি অনেক দিন একাকি ছিলাম সেখানে ।
যেখানে কেউ নেই আমার,
আমি ও কারো নই ।
তাই এ শহর,মায়া ছেড়ে
চলে যাচ্ছি আমার আপন গন্তব্যে ।
বার বার ফিরে যাচ্ছে মন
কিছু কি ফেলে যাচ্ছি না ?
কেউ কি ছিলনা আমার এতোদিনে ।
আবেগ ঘন মনে বারে বার,
ফিরে দেখা এক অচেনা শহর ।
আমি অনেক দিন একাকি ছিলাম সেখানে ।
যেখানে কেউ নেই আমার,
আমি ও কারো নই ।
তাই এ শহর,মায়া ছেড়ে
চলে যাচ্ছি আমার আপন গন্তব্যে ।
বার বার ফিরে যাচ্ছে মন
কিছু কি ফেলে যাচ্ছি না ?
কেউ কি ছিলনা আমার এতোদিনে ।
আবেগ ঘন মনে বারে বার,
ফিরে দেখা এক অচেনা শহর ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৭/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১০/২০১৩ভালো।
-
Înšigniã Āvî ০৬/১০/২০১৩অসাধারণ
-
সুবীর কাস্মীর পেরেরা ০৬/১০/২০১৩খুব ভাল লেগেছে
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম।
খুব ভালো লেগেছে