সমাপ্ত ভালোবাসা
তোমার প্রতি আমার ভালোবাসা,বিশ্বাস
সব আজ ভেঙে একাকার হয়ে গেছে ।
আজ আমি নিঃস্ব
না হয় তুমি?
কিন্তু আমার ভালোবাসা অপূর্ন রয়ে গেল
দোষটা কার সেটা আর জানা হলো না ।
আমিতো রক্তে মাংসে গড়া এক সাধারন মানুষ
আমারতো কেউ নেই,কিছু নেই
ছিলো না কিছু তুমি ছাড়া ।
কখনো কিছু সম্পূর্ন পাইনি
এখানেও পেলাম না,তোমাকে নিয়েও অপূর্নতা ।
এতো ভালোবাসার মাঝেই এতো অপূর্নতা
ভালোবাসা,বিশ্বাস এসবের কোন মূল্য নাই তোমার কাছে?
তুমি কি মানুষ?
না কাঠ পাথরের মানবী?
যে ভালোবাসতে জানো না….
সব আজ ভেঙে একাকার হয়ে গেছে ।
আজ আমি নিঃস্ব
না হয় তুমি?
কিন্তু আমার ভালোবাসা অপূর্ন রয়ে গেল
দোষটা কার সেটা আর জানা হলো না ।
আমিতো রক্তে মাংসে গড়া এক সাধারন মানুষ
আমারতো কেউ নেই,কিছু নেই
ছিলো না কিছু তুমি ছাড়া ।
কখনো কিছু সম্পূর্ন পাইনি
এখানেও পেলাম না,তোমাকে নিয়েও অপূর্নতা ।
এতো ভালোবাসার মাঝেই এতো অপূর্নতা
ভালোবাসা,বিশ্বাস এসবের কোন মূল্য নাই তোমার কাছে?
তুমি কি মানুষ?
না কাঠ পাথরের মানবী?
যে ভালোবাসতে জানো না….
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ২৭/০৯/২০১৩নাহিদ ভাই ভালবাসা নিয়ে কবিতা খুব ভাল লাগল
-
אולי כולנו טועים ২৭/০৯/২০১৩arekti sundor likhoni !!
-
Înšigniã Āvî ২৭/০৯/২০১৩ভাল লাগল