আমার চোখে ঘুম নেই
তোমাকে দেখার পর
আমি একযুগ ঘুমাতে পারিনি
আনমনা হয়ে কাটিয়েছি কত রাত
কখনোবা ঘুমের ঘরে চিৎকার দিয়ে উঠেছি
এত সুন্দর হতে পারে মানুষ !
এত সুন্দর হতে পারে মানুষ !
তারপর তোমায় ভেবে ভেবে কাটিয়েছি একযুগ,
তোমায় কল্পনায় দেখে,
তোমায় নিয়ে কাল্পনিক চিত্র একে,
অজস্র বিনিদ্র রজনী অতিক্রান্ত হয়েছে।
তারপর আর একযুগ অতিক্রান্ত হয়েছে
কিভাবে নিজেকে উপস্থাপন করব তা ভেবে ভেবে,
কোন সাহস নিয়ে ও সম্ভব হয়নি দাড়াতে তোমার সামনে
এভাবেই আমি কাটিয়েছি অজস্র দিবা রাত্রি ।।
আমি একযুগ ঘুমাতে পারিনি
আনমনা হয়ে কাটিয়েছি কত রাত
কখনোবা ঘুমের ঘরে চিৎকার দিয়ে উঠেছি
এত সুন্দর হতে পারে মানুষ !
এত সুন্দর হতে পারে মানুষ !
তারপর তোমায় ভেবে ভেবে কাটিয়েছি একযুগ,
তোমায় কল্পনায় দেখে,
তোমায় নিয়ে কাল্পনিক চিত্র একে,
অজস্র বিনিদ্র রজনী অতিক্রান্ত হয়েছে।
তারপর আর একযুগ অতিক্রান্ত হয়েছে
কিভাবে নিজেকে উপস্থাপন করব তা ভেবে ভেবে,
কোন সাহস নিয়ে ও সম্ভব হয়নি দাড়াতে তোমার সামনে
এভাবেই আমি কাটিয়েছি অজস্র দিবা রাত্রি ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২৭/০৯/২০১৩onek onek sundor !!
-
সুবীর কাস্মীর পেরেরা ২৭/০৯/২০১৩অসাধারণ
-
ভূপতি চক্রবর্তী জনি ২৬/০৯/২০১৩বাহ্,চমত্কার ।
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩ভাল লেগেছে....
-
সহিদুল হক ২৬/০৯/২০১৩ভালই।
-
ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩-গল্পটি ভালো, একটু কাব্যিকতা দরকার--