বিদায় বলেতো কিছু নেই
অনেক দিন পর তোমার সাথে দেখা হলো ।
কেমন আছ তুমি ?
এইতো ভালো আছি অথবা কিছুটা কষ্টে কিংবা অসাধারন রকমের ভালো ।
তুমি কেমন আছ ?
আমিও ভালো আছি ।দিন চলে যাচ্ছে বড় মধুর ভালো লাগায় ।
তবে কিছুটা কষ্ট থেকেই যায় সব সময়
এতো ভালো আছ তবে কষ্ট ।
সেটা আবার কেন ?
কি ভাবে ভালো থাকি বল ?
সেই যে চলে গেলে আর কোন খোঁজ ও নিলে না ,ভালো ও বাসোনি আগের মতো করে
যেন আমি তোমার কত অচেনা হয়ে গেছি ।
কি হবে খোঁজ নিয়ে বল ?
তুমি তো সব সময় আমার থেকে দুরে থাকতেই চেয়েছো
ঠিক আছে ওসব কথা ভুলে যাও ।
আজ আর কথা নয়
তবে নেই বিদায়,যদিও তোমার কাছে বিদায় বলেতো কিছু নেই ।।
কেমন আছ তুমি ?
এইতো ভালো আছি অথবা কিছুটা কষ্টে কিংবা অসাধারন রকমের ভালো ।
তুমি কেমন আছ ?
আমিও ভালো আছি ।দিন চলে যাচ্ছে বড় মধুর ভালো লাগায় ।
তবে কিছুটা কষ্ট থেকেই যায় সব সময়
এতো ভালো আছ তবে কষ্ট ।
সেটা আবার কেন ?
কি ভাবে ভালো থাকি বল ?
সেই যে চলে গেলে আর কোন খোঁজ ও নিলে না ,ভালো ও বাসোনি আগের মতো করে
যেন আমি তোমার কত অচেনা হয়ে গেছি ।
কি হবে খোঁজ নিয়ে বল ?
তুমি তো সব সময় আমার থেকে দুরে থাকতেই চেয়েছো
ঠিক আছে ওসব কথা ভুলে যাও ।
আজ আর কথা নয়
তবে নেই বিদায়,যদিও তোমার কাছে বিদায় বলেতো কিছু নেই ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩বেশ লাগলো কবিতাখানি--
-
সুবীর কাস্মীর পেরেরা ২৬/০৯/২০১৩দারুণ নাহিদ ভাই
-
সহিদুল হক ২৫/০৯/২০১৩কবিতার বিষাদটা পাঠক মনেও ছড়িয়ে পড়ে।
-
ওয়াহিদ ২৫/০৯/২০১৩sad
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩জীবনের চিরন্তন সত্য....
ভাল লাগলো -
ভূপতি চক্রবর্তী জনি ২৫/০৯/২০১৩বিষাদপূর্ণ কবিতা