পূর্না
আজ অনেক দিন পর পূর্নার সাথে দেখা হলো ।পূর্না আগের থেকে অনেক সুন্দর হয়েছে ।পূর্নার মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে ।পূর্না আমার মনের কথা বুঝতে পেরে বলে উঠলো-
: কি দেখ ওমন করে ?
: তোমাকে দেখি ।
: আমাকে এতো দেখার কি আছে ?
: তুমি তো জান না তুমি কতো সুন্দর ।
: সুন্দর না ছাই ,আমি আগে যেমন ছিলাম এখনো তেমনি আছি ।
: তাই ?
পূর্না হেসে ফেললো ।
অনেক দিন পর পূর্নার হাসি দেখলাম ।আমি পূর্নার দু’হাত ধরে বললাম-
: এতো দিন দেখা করো নি কেন ?
পূর্না চুপ করে রইলো । যেন অনেক অভিমান করে আছে,
তারপর বললো-
: তুমি জানো না কেন দেখা করিনি ?
সত্যি কি আমি জানি ?আমার কি যেন মনে পড়েও মনে পড়লো না ।মনে করার চেষ্টাও করলাম না ।আমি শুধু পূর্না হাত ধরেই রাখলাম ।
এভাবে আমরা দু’জন হাটতে থাকি ।
মনের ভিতর একটা আনন্দ,আজ কতো দিন পর পূর্নার সাথে হাটছি ।।
: কি দেখ ওমন করে ?
: তোমাকে দেখি ।
: আমাকে এতো দেখার কি আছে ?
: তুমি তো জান না তুমি কতো সুন্দর ।
: সুন্দর না ছাই ,আমি আগে যেমন ছিলাম এখনো তেমনি আছি ।
: তাই ?
পূর্না হেসে ফেললো ।
অনেক দিন পর পূর্নার হাসি দেখলাম ।আমি পূর্নার দু’হাত ধরে বললাম-
: এতো দিন দেখা করো নি কেন ?
পূর্না চুপ করে রইলো । যেন অনেক অভিমান করে আছে,
তারপর বললো-
: তুমি জানো না কেন দেখা করিনি ?
সত্যি কি আমি জানি ?আমার কি যেন মনে পড়েও মনে পড়লো না ।মনে করার চেষ্টাও করলাম না ।আমি শুধু পূর্না হাত ধরেই রাখলাম ।
এভাবে আমরা দু’জন হাটতে থাকি ।
মনের ভিতর একটা আনন্দ,আজ কতো দিন পর পূর্নার সাথে হাটছি ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালমান মাহফুজ ১৯/০৯/২০১৩গল্প কি এখানেই শেষ ? যদি তা না হয়, তবে অপূর্ণতা রয়ে গেছে বলতেই হবে । আরো আন্তরিকতার সাথে লিখে যান, কারণ লিখতে লিখতেই আমরা শিখি ।
-
Înšigniã Āvî ১৯/০৯/২০১৩অসাধারণ.....
মন কেড়ে নিলো