কি লিখবো পূর্না
কি লিখবো পূর্না-
তোমার মিষ্টি দুটি চোঁখের কথা,
তোমার ঐ মায়াবী চোঁখ আমায় আজও ভাবায় ।
আজও আমি ডুবে থাকি তোমার চোঁখের মায়ায় ,
অথবা তোমার মিষ্টি হাসির কথা,কোনটা ছেড়ে কোনটা লিখবো বলো ?
তোমার চুলের কথা তো কখনো বলাই হয়নি
না,এমন অনেক কথাই তোমাকে বলা হয়নি ।
কবে থেকে তোমায় ভালো লাগে বলতে পারবো না ।
যখন তোমার এলাকায় থাকতাম তখন তোমার কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল
তারপর কয়েক বছর তোমার থেকে কিছুটা দুরে ।
তখনই বুঝতে পারলাম তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি।
তোমার ও কি আমার মতো মনে হতো ?
আবার অনেকদিন পর যখন তোমার সাথে দেখা হলো এই প্রানহীন শহরে ,আমরা মিলিত হলাম ,এর পর থেকেই দু’জন দু’জনের থেকে অনেক দূরে ।
তবুও জীবন বহমান,কেউ কারো সাথে নেই তবুও মনে হয় দু’জন দুজনের কত কাছে ।
আমি বুঝতে পারছি আমাদের দু’জনের একসাথে থাকার ইচ্ছেটা পূরন হচ্ছে না,পূরন হবার ও নয় কোনদিন ।
তবুও অপেক্ষায় আছি ততদিন তুমি বরং ভালো থেক ।।
তোমার মিষ্টি দুটি চোঁখের কথা,
তোমার ঐ মায়াবী চোঁখ আমায় আজও ভাবায় ।
আজও আমি ডুবে থাকি তোমার চোঁখের মায়ায় ,
অথবা তোমার মিষ্টি হাসির কথা,কোনটা ছেড়ে কোনটা লিখবো বলো ?
তোমার চুলের কথা তো কখনো বলাই হয়নি
না,এমন অনেক কথাই তোমাকে বলা হয়নি ।
কবে থেকে তোমায় ভালো লাগে বলতে পারবো না ।
যখন তোমার এলাকায় থাকতাম তখন তোমার কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল
তারপর কয়েক বছর তোমার থেকে কিছুটা দুরে ।
তখনই বুঝতে পারলাম তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি।
তোমার ও কি আমার মতো মনে হতো ?
আবার অনেকদিন পর যখন তোমার সাথে দেখা হলো এই প্রানহীন শহরে ,আমরা মিলিত হলাম ,এর পর থেকেই দু’জন দু’জনের থেকে অনেক দূরে ।
তবুও জীবন বহমান,কেউ কারো সাথে নেই তবুও মনে হয় দু’জন দুজনের কত কাছে ।
আমি বুঝতে পারছি আমাদের দু’জনের একসাথে থাকার ইচ্ছেটা পূরন হচ্ছে না,পূরন হবার ও নয় কোনদিন ।
তবুও অপেক্ষায় আছি ততদিন তুমি বরং ভালো থেক ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৮/০৯/২০১৩
-
ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩চোখে চন্দ্রবিন্দু?
-
মৌসুমি ১৮/০৯/২০১৩ভাল লিখেছেন...
খুব ভালো কাব্য