ভদ্র ছেলে
আমরা এখন ভদ্র ছেলে
গান করিনা , প্রেম করিনা
লেখাপড়ার পাট চুকিয়ে
চাকরি পাবার আশায় ,
হৃদয় রঙিন স্বপ্নগুলো
বাস্তবতার রুক্ষ চুলো
রক্তচোখে শাসায় ।
আমরা এখন ভদ্র ছেলে
জীবন গড়ার নেশায়
জীবনটাকে দিলাম তুলে
বাস্তবতার যাঁতায় ।
পিষবে আমায় ,করবে ভেঙ্গে
বৃহৎ থেকে ক্ষুদ্র
বুক ফুলিয়ে বলব তখন
আমরা বরও ভদ্র ।
আমরা এখন ভদ্র ছেলে
ছুটছি চলে দিগ্বিদিকে
চোখের তারায় দৃষ্টি ফিকে
হৃদয় অলীক শব্দে,
পূর্ণ হল।
সখ্য হল ডিগ্রী কিছু
গাল ভরা নাম অদ্দে।
অন্ধকারে দূর হল সব
মনের যত রৌদ্র
নিয়ন আলোয় ছুটিয়ে গাড়ি
আমরা হলাম ভদ্র।
শুভ্র যতো ,স্নিগ্ধ যতো
সব হল আজ সুপ্ত
মিথ্যে যতো বাস্তবতার
পাথর চাপায় মরন হল
যা ছিল আজ গুপ্ত।
লুপ্ত যতো অহংকারে
জীবনটারে পীড়ন করে
পণ্য হয়ে ,বিকিয়ে দিয়ে
ছিবড়ে নিয়ে ই মত্ত।
ভদ্দ মোরা ভদ্দ।
-ভদ্র ছেলে
- লুৎফুল হক
গান করিনা , প্রেম করিনা
লেখাপড়ার পাট চুকিয়ে
চাকরি পাবার আশায় ,
হৃদয় রঙিন স্বপ্নগুলো
বাস্তবতার রুক্ষ চুলো
রক্তচোখে শাসায় ।
আমরা এখন ভদ্র ছেলে
জীবন গড়ার নেশায়
জীবনটাকে দিলাম তুলে
বাস্তবতার যাঁতায় ।
পিষবে আমায় ,করবে ভেঙ্গে
বৃহৎ থেকে ক্ষুদ্র
বুক ফুলিয়ে বলব তখন
আমরা বরও ভদ্র ।
আমরা এখন ভদ্র ছেলে
ছুটছি চলে দিগ্বিদিকে
চোখের তারায় দৃষ্টি ফিকে
হৃদয় অলীক শব্দে,
পূর্ণ হল।
সখ্য হল ডিগ্রী কিছু
গাল ভরা নাম অদ্দে।
অন্ধকারে দূর হল সব
মনের যত রৌদ্র
নিয়ন আলোয় ছুটিয়ে গাড়ি
আমরা হলাম ভদ্র।
শুভ্র যতো ,স্নিগ্ধ যতো
সব হল আজ সুপ্ত
মিথ্যে যতো বাস্তবতার
পাথর চাপায় মরন হল
যা ছিল আজ গুপ্ত।
লুপ্ত যতো অহংকারে
জীবনটারে পীড়ন করে
পণ্য হয়ে ,বিকিয়ে দিয়ে
ছিবড়ে নিয়ে ই মত্ত।
ভদ্দ মোরা ভদ্দ।
-ভদ্র ছেলে
- লুৎফুল হক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ২০/০৪/২০১৮বেশ ভালো লেগেছে
-
হুসাইন দিলাওয়ার ১৮/০৪/২০১৮ভাল...।
-
সুবীর পাণ্ডে ১৮/০৪/২০১৮চমৎকার! মুগ্ধ হলাম।
-
কামরুজ্জামান সাদ ১৮/০৪/২০১৮বেশ!
-
আব্দুল হক ১৭/০৪/২০১৮সুন্দর! ধন্যবাদ!!