পরম্পরা
বহু বছর আগে নিশ্চয়ই একজন মানুষ ছিল
ঠিক আমার মতো।
হয়তো দেখতে একই রকম
হয়তো একই রকম মন
হয়তো একই রকম অনুভূতি
হয়তো জোনাকির জীবন টানতো তাঁকে।
ক্ষণিকের তবে আলোকিত
যেমন আমাকে টানে ।
হয়তো ফড়িং হয়ে উঠত তার মন,
উড়ে বেড়াতো ঘাস থেকে ঘাসে
যেমন আমি উড়ি।
হয়তো রেশম মথের ভেতরকার প্রজাপতির মতো,
লুকিয়ে থাকতো তার অভিলাষ
যেমন আমারটা ঘুমায়িত।
হয়তো হংসমিথুনের মতো সাঁতরে বেড়াতো সে,
যেমন আমি পারিনা ।
হয়তো অসীম দুঃখ নিয়ে অনন্ত নক্ষত্রের দিকে চেয়ে ,
বসে থাকতো সে তারা ঝরার অপেক্ষায়।
যেমন আমি থাকি।
হয়তো কোন এক পূর্ণিমা রাতে সমুদ্রপারে বসে,
ভাবত সে আমার কথা ।
যেমন আমি ভাবছি ।
আমি নিশ্চিত নই ঘটনাপ্রবাহে,
তবে নিশ্চিত সে ছিল
বহু বছর আগে ।
বহু বছর পরে নিশ্চয়ই একজন মানুষ থাকবে ।
ঠিক আমার মতো।
হয়তো একই রকম হাসি,
হয়তো একই রকম দুঃখ,
হয়তো একই রকম অনুভূতি।
হয়তো কাঠ ফাটা রোঁদে হাঁটতে ভাল লাগবে তার
যেমন আমি হাঁটি।
হয়তো বর্ষার প্রথম বর্ষণে প্লাবিত হবে
তার মন ।
যেমন প্লাবিত হই আমি ।
হয়তো করুন সুরে গেয়ে উঠবে তার হৃদয়,
যেমন আমি গাই।
হয়তো ভালবাসার তৃষ্ণায় তৃষিত হবে সে,
যেমন আমি পিপাসিত।
হয়তো কোন এক অমাবস্যার রাতে
পাহাড়ের নিস্তব্ধতায় বসে,
ভাববে সে আমার কথা ।
যেমন আমি ভাবছি ।
আমি নিশ্চিত নই ঘটনাপ্রবাহে
তবে নিশ্চিত সে থাকবে ।
বহু বছর পরে ।
- পরম্পরা
- লুৎফুল হক
ঠিক আমার মতো।
হয়তো দেখতে একই রকম
হয়তো একই রকম মন
হয়তো একই রকম অনুভূতি
হয়তো জোনাকির জীবন টানতো তাঁকে।
ক্ষণিকের তবে আলোকিত
যেমন আমাকে টানে ।
হয়তো ফড়িং হয়ে উঠত তার মন,
উড়ে বেড়াতো ঘাস থেকে ঘাসে
যেমন আমি উড়ি।
হয়তো রেশম মথের ভেতরকার প্রজাপতির মতো,
লুকিয়ে থাকতো তার অভিলাষ
যেমন আমারটা ঘুমায়িত।
হয়তো হংসমিথুনের মতো সাঁতরে বেড়াতো সে,
যেমন আমি পারিনা ।
হয়তো অসীম দুঃখ নিয়ে অনন্ত নক্ষত্রের দিকে চেয়ে ,
বসে থাকতো সে তারা ঝরার অপেক্ষায়।
যেমন আমি থাকি।
হয়তো কোন এক পূর্ণিমা রাতে সমুদ্রপারে বসে,
ভাবত সে আমার কথা ।
যেমন আমি ভাবছি ।
আমি নিশ্চিত নই ঘটনাপ্রবাহে,
তবে নিশ্চিত সে ছিল
বহু বছর আগে ।
বহু বছর পরে নিশ্চয়ই একজন মানুষ থাকবে ।
ঠিক আমার মতো।
হয়তো একই রকম হাসি,
হয়তো একই রকম দুঃখ,
হয়তো একই রকম অনুভূতি।
হয়তো কাঠ ফাটা রোঁদে হাঁটতে ভাল লাগবে তার
যেমন আমি হাঁটি।
হয়তো বর্ষার প্রথম বর্ষণে প্লাবিত হবে
তার মন ।
যেমন প্লাবিত হই আমি ।
হয়তো করুন সুরে গেয়ে উঠবে তার হৃদয়,
যেমন আমি গাই।
হয়তো ভালবাসার তৃষ্ণায় তৃষিত হবে সে,
যেমন আমি পিপাসিত।
হয়তো কোন এক অমাবস্যার রাতে
পাহাড়ের নিস্তব্ধতায় বসে,
ভাববে সে আমার কথা ।
যেমন আমি ভাবছি ।
আমি নিশ্চিত নই ঘটনাপ্রবাহে
তবে নিশ্চিত সে থাকবে ।
বহু বছর পরে ।
- পরম্পরা
- লুৎফুল হক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৪/২০১৮অভিনন্দন জানাই।
-
রনি বিশ্বাস ১৬/০৪/২০১৮সুন্দর কবিতা
-
সাঁঝের তারা ১৬/০৪/২০১৮ভালো