অচেনা তোমার খোঁজে
অচেনা,তোমার খোঁজে
জীবনের এ বন্ধুর
পথে চলছি আমি একা!
বহুদিন পাইনি খুঁজে
কোন সঙ্গির দেখা।
নেই কি মানব ধারিত্রী মাঝে,
নেই কি হৃদয়বান?
পূর্ণ হবে কি কভূ
হৃদয়েরসেই খালি-শূণ্যস্থান?
এ জগত জুড়ে কাছে কিংবা দূরে
নেই কি তবে কেউ?
জীবন সমুদ্রে হানছে আঘাত,
ফুলে উঠা উত্তাল ঢেউ।
তৃণলতা হয়ে সে ঢেউয়ের
মাঝে আসবে কি কেউ কাছে ?
বেঁচে থাকার তরে বাঁধবো স্বপ্ন,
এ পাওয়ার উচ্ছ্বাসে!
জল তরঙ্গে নৈরাশা ছেড়ে
করব মুক্তির আশা ।
তাতেই ধরে,
অন্তর ঘরে
বাঁধবো সুখের বাসা ।
সুখে রই কিংবা দুঃখে রই
সসবসময় থাকবো এক সাথে,
কণ্টক হোক কিংবা পুষ্পিত হোক,
চলব দুজন একই পথে।
এমনই এক মায়াবিনীর পানে
আমার বসে থাকা,
হৃদয়ের ঘর তাহাই
ভেবে রেখেছি আজও ফাঁকা।
জানিনা কবে কোথায় তাহার ,
পাব আমি দেখা -
ভাগ্যাকাশে আঁকা কার ছবি,
আছে কার নাম লেখা।
জীবনের এ বন্ধুর
পথে চলছি আমি একা!
বহুদিন পাইনি খুঁজে
কোন সঙ্গির দেখা।
নেই কি মানব ধারিত্রী মাঝে,
নেই কি হৃদয়বান?
পূর্ণ হবে কি কভূ
হৃদয়েরসেই খালি-শূণ্যস্থান?
এ জগত জুড়ে কাছে কিংবা দূরে
নেই কি তবে কেউ?
জীবন সমুদ্রে হানছে আঘাত,
ফুলে উঠা উত্তাল ঢেউ।
তৃণলতা হয়ে সে ঢেউয়ের
মাঝে আসবে কি কেউ কাছে ?
বেঁচে থাকার তরে বাঁধবো স্বপ্ন,
এ পাওয়ার উচ্ছ্বাসে!
জল তরঙ্গে নৈরাশা ছেড়ে
করব মুক্তির আশা ।
তাতেই ধরে,
অন্তর ঘরে
বাঁধবো সুখের বাসা ।
সুখে রই কিংবা দুঃখে রই
সসবসময় থাকবো এক সাথে,
কণ্টক হোক কিংবা পুষ্পিত হোক,
চলব দুজন একই পথে।
এমনই এক মায়াবিনীর পানে
আমার বসে থাকা,
হৃদয়ের ঘর তাহাই
ভেবে রেখেছি আজও ফাঁকা।
জানিনা কবে কোথায় তাহার ,
পাব আমি দেখা -
ভাগ্যাকাশে আঁকা কার ছবি,
আছে কার নাম লেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবাশীষ দিপন ১৮/১১/২০১৫বেশ লাগলো।
-
নীল অপরাজিতা ০৩/১১/২০১৫ভাল লাগল । শুভ কামনা রইল ।
-
সাইদুর রহমান ০২/১১/২০১৫ভালো লাগলো।
-
দেবব্রত সান্যাল ২৯/১০/২০১৫গুরু চন্ডালী দোষ আছে। শুদ্ধ করুন। সাধু - চলিত মেশাবেন না। ধরিত্রী।