www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জানি তুমি আসবে

জানি তুমি আসবে"
মালা হাতে নীরবে!
সাথী বিহীন গায়ের পথে"
জ্বালা সব ভুলিতে!
দেখতে চেয়ে মোরে তুমি"
ডাকবে নতুন সুরে!
আমি যেদিন থাকবো দূরে "
আধাঁর কবর ঘরে!
ডাকবে সেদিন এসে পরে"
পাশে এসে মোর সমাধীর?
কাদবে যখন বিরহের সুরে "
বুকটা আমার যাবে তখন "
"স্বর্গ সুখে গো ভরে!
জানি তুমি আসবে "
ভালো না বাসি লে ওকাঁদবে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন !
  • মোবারক হোসেন ২৯/১০/২০১৫
    সাধনা আর আরাধনা দুটোই এক তবে ফারাক অনেক
    সাধনা পাওয়ার জন্য প্রানপন চেস্টা করে যাওয়া আর আরাধনা হল নিশ্চিত পাব বলে বিশ্বাস করা।তারই প্রতি ছবি হয়ে উঠেছে এই কবিতা।কবি ও কবিতা উভয়কে ধন্যবাদ।
    • মোঃনাজমুল হাসান ৩০/১০/২০১৫
      সুস্বাগতম কবি।আপনার মন্তব্যে আমি প্রীত হলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।দোয়া করবেন,যাতে ভালো লিখতে পারি।আপনার জন্য শুভকামনা রইলো।
  • দ্বীপ সরকার ২৯/১০/২০১৫
    অসাধারন।
  • মোঃজাহেদ হোসেন ২৮/১০/২০১৫
    অক্ষরট গুলো ঠিক করলে ভালো হয়
  • নির্ঝর ২৮/১০/২০১৫
    ভালো লাগলো
  • শমসের শেখ ২৮/১০/২০১৫
    ছন্দগুলো এলোমেলো মনে হচ্ছে, কবিতা লিখতে হলে আরো ভেবে লিখতে হবে।
    • মোঃনাজমুল হাসান ২৮/১০/২০১৫
      প্রথম চার লাইনে ছন্দ ছিলো না কিন্তু ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।পরের লাইনগুলোর ছন্দ ঠিক আছে।তবে আমি নতুন আরো ভালো করার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।
  • কবিতার সম্পাদনা প্রয়োজন। অক্ষর গুলো ছাড়া ছাড়া কেন ?
 
Quantcast