আমি চাহি তোমারে
আমি চাহি তোমারে ওগো কামিনী
নিশী যামিনী ওগো ভাসিনী।
আমি চাহি তোমারে আমি চাহি তোমারে।।
ওগো হাসিনী ওগো কামিনী ওগো ভাসিনী।।
এসো আমার প্রাণে এসো চাঁদের ললনা।
কিসে তোমায় দূরে ঠেলে ওগো ছলনা।।
কেন প্রেম হারে ওগো বারে বারে
দেখেছি তোমায় আমি রোদের প্রহারে।।
আমি চাহি তোমারে আমি চাহি তোমারে।।
ওগো হাসিনী ওগো কামিনী ওগো ভাসিনী।।
কামিনী-নারী।
ভাসিনী-নারী।
নিশী যামিনী ওগো ভাসিনী।
আমি চাহি তোমারে আমি চাহি তোমারে।।
ওগো হাসিনী ওগো কামিনী ওগো ভাসিনী।।
এসো আমার প্রাণে এসো চাঁদের ললনা।
কিসে তোমায় দূরে ঠেলে ওগো ছলনা।।
কেন প্রেম হারে ওগো বারে বারে
দেখেছি তোমায় আমি রোদের প্রহারে।।
আমি চাহি তোমারে আমি চাহি তোমারে।।
ওগো হাসিনী ওগো কামিনী ওগো ভাসিনী।।
কামিনী-নারী।
ভাসিনী-নারী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ আবদুল মান্নান ১২/১১/২০১৪ভাল লাগলো...।।
-
ডঃ নাসিদুল ইসলাম ১১/১১/২০১৪dukher majhe sukhache vai chaliye jao
-
রক্তিম ১০/১১/২০১৪প্রেম হারে না কবি । প্রেমহারে বেঁধেছ যারে সে তোমার অন্তরে ।
-
মনিরুজ্জামান শুভ্র ০৮/১১/২০১৪আমার কাছে মনে হচ্ছে এটা একটা গান। চমৎকার লিখেছেন ।
-
ইহ্সান জাহিদ ০৭/১১/২০১৪সুন্দর।
-
অনিরুদ্ধ বুলবুল ০৭/১১/২০১৪হুমম, বেশ হয়েছে। বেশী বেশী চর্চা করুন আর অন্য কবিদের লেখা বেশী করে পড়ুন।
শুভরাত্রি। -
মঞ্জুর হোসেন মৃদুল ০৭/১১/২০১৪বাহ ভাল লাগল।
-
হলুদকমা ০৭/১১/২০১৪আমি কবিতা খুব ভাল বুঝি না,তবে মনে হয়,রাবিন্দ্রিক কবিতা আধুনিক কবিতার যুগে পাঠকের শুধু পড়েন মনে রাখেনা।
তবে আমার ভাল লেগেছে! -
পার্থ সাহা ০৭/১১/২০১৪sudor