www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আপন-পর

আমার সকল হিংসা ধ্বংস করে
তরু গজাও মরুচরে।
আশার আলো জ্বালিয়ে দাও
আমার এ অন্তরে।।
    আমার সকল ক্রোধ বোধ করে
    শীতল কর মনটারে।
    দিনের প্রভা সাজিয়ে দাও
    আমার এ জীবন তরে।।
আমার সকল কালো আলো করে
প্রদীপ জ্বালো জগৎ ঘরে।
নিজের নেশা মিশিয়ে দাও
আমার সকল আপন-পরে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতাটি এবং প্রতিপাদ্য খুবই ভালো লাগলো। তবে ক্রোধ বোধ করে না হয়ে মে বি বধ করে হবে। ভালো থাকবেন।
  • পিয়ালী দত্ত ০৫/১১/২০১৪
    সুন্দর
  • ঘজাও অর্থটা কি কবি? কবিতার বিষয়বস্তু বেশ নাড়া দিল। চমৎকার।
    • ধন্যবাদ।।।
      ঘজাও-“বোনা, লাগানো, বপনকরা, স্থাপন করা।।এই জাতিয় কিছু বুঝায়েছি।
      • অনিরুদ্ধ বুলবুল ০৬/১১/২০১৪
        তাহলে তো বানান ঠিক করতে হয়?
        ঘজাও নয় গজাও
        বিষয়টা ভাল, আরো একটু চর্চা করলে ভাল লিখতে পারবেন।
        • ধন্যবাদ প্রিয় বন্ধু। বানান ঠিক করা হল।
          ক্ষুদ্র এই বিষয়টা না যাচাই করেই ছাড়া হল। আর ভূল হবে না। শুভ কামনা থাকল।।
  • মাহাদী সাগর ০৫/১১/২০১৪
    সুন্দর
 
Quantcast