আপন-পর
আমার সকল হিংসা ধ্বংস করে
তরু গজাও মরুচরে।
আশার আলো জ্বালিয়ে দাও
আমার এ অন্তরে।।
আমার সকল ক্রোধ বোধ করে
শীতল কর মনটারে।
দিনের প্রভা সাজিয়ে দাও
আমার এ জীবন তরে।।
আমার সকল কালো আলো করে
প্রদীপ জ্বালো জগৎ ঘরে।
নিজের নেশা মিশিয়ে দাও
আমার সকল আপন-পরে।।
তরু গজাও মরুচরে।
আশার আলো জ্বালিয়ে দাও
আমার এ অন্তরে।।
আমার সকল ক্রোধ বোধ করে
শীতল কর মনটারে।
দিনের প্রভা সাজিয়ে দাও
আমার এ জীবন তরে।।
আমার সকল কালো আলো করে
প্রদীপ জ্বালো জগৎ ঘরে।
নিজের নেশা মিশিয়ে দাও
আমার সকল আপন-পরে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৬/১১/২০১৪কবিতাটি এবং প্রতিপাদ্য খুবই ভালো লাগলো। তবে ক্রোধ বোধ করে না হয়ে মে বি বধ করে হবে। ভালো থাকবেন।
-
পিয়ালী দত্ত ০৫/১১/২০১৪সুন্দর
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৫/১১/২০১৪ঘজাও অর্থটা কি কবি? কবিতার বিষয়বস্তু বেশ নাড়া দিল। চমৎকার।
-
মাহাদী সাগর ০৫/১১/২০১৪সুন্দর