বন্ধু তোর আহ্বান
বন্ধু তোর আহ্বানে ‘আজি ছাড়িলাম ঘর।
নিমেষ কালো অন্ধকারে ছিলেম আমি বারে বারে
বুকের মধ্যে কিসের একটা ছিল লাজ ডর।।
যা কিছু ছিল আমার একা,
সব কিছু তো তোরই লেখা।
জীবন চলার পথে আবার কেন করলি পর।।
বন্ধু তোর আহ্বানে ‘আজি ছাড়িলাম ঘর।।।
যা কিছু চাই আপন করে
এমনি এসে রয় ঘরে।
আমি আমার যা কিছু আছে
সবি যে দায় তোমার পাছে।।
তোমার সুখে আজি আমার জীবন মর মর
বন্ধু তোর আহ্বানে আজি ছাড়িলাম ঘল।।
নিমেষ কালো অন্ধকারে ছিলেম আমি বারে বারে
বুকের মধ্যে কিসের একটা ছিল লাজ ডর।।
যা কিছু ছিল আমার একা,
সব কিছু তো তোরই লেখা।
জীবন চলার পথে আবার কেন করলি পর।।
বন্ধু তোর আহ্বানে ‘আজি ছাড়িলাম ঘর।।।
যা কিছু চাই আপন করে
এমনি এসে রয় ঘরে।
আমি আমার যা কিছু আছে
সবি যে দায় তোমার পাছে।।
তোমার সুখে আজি আমার জীবন মর মর
বন্ধু তোর আহ্বানে আজি ছাড়িলাম ঘল।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।