www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা

মা তুমি কথার কথা ব্যাখ্যা যার ওজন,
বিশ্ব মাঝে সবার ভাঝে মা-ই সেরা স্বজন।
মা তুমি খোদার সৃষ্টি সেরা সোনার ধন,
শত দুঃখে ক্লান্ত হয়না মা তোমার মন।
মা আমার সুখের আশা প্রাণের স্পন্দন,
মা তুমি সেরার সেরা আপন-চির বন্ধন।
মা তুমি জ্বলেপুরা নিত্যচাঁদের হাসি,
মা তোমায় ব্যস্ত হয়ে শুধুই ভালোবাসী।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আজো মায়ের সংজ্ঞা খুজে পেলাম না। ভালো লাগলো।
  • শিমুল শুভ্র ২৯/১০/২০১৪
    মন ভরে গেলো
 
Quantcast