কবিতার কবি
তুমি আমার নিকট একসময়, একদিন
অনেকগুলো কবিতা চেয়েছিলে; সেদিন
তখন আমি কবিতা লিখতাম না।
আমি তো প্রফেশনাল কবি নয়,
তোমার আশ্বাসে শুরূ ‘আজ কবিতার কবি হয়।।
রাতের নির্জনতা যখন ‘একরাশ চাঁদনী, এসেছিল
তোমাদের পূর্বকার মেহগনী বাগানে; তখন
আমি কবিতা নিয়ে অপেক্ষায় ছিলাম,
কখন মিলব দু‘জনে।
রাত কেটে দিনের রবি যখন, এল
তোমার বাড়ীর পাশে; তখনও
তুমি এলে না; জানি না, তখন
তোমার কি ছিল মনে।।
আমার কষ্টের লিখা কবিতা হল না প্রকাশ।
আমার অধৈর্যজীবনে রয়ে গেল বৃষ্টি, হয়ে গেল আকাশ।।
অনেকগুলো কবিতা চেয়েছিলে; সেদিন
তখন আমি কবিতা লিখতাম না।
আমি তো প্রফেশনাল কবি নয়,
তোমার আশ্বাসে শুরূ ‘আজ কবিতার কবি হয়।।
রাতের নির্জনতা যখন ‘একরাশ চাঁদনী, এসেছিল
তোমাদের পূর্বকার মেহগনী বাগানে; তখন
আমি কবিতা নিয়ে অপেক্ষায় ছিলাম,
কখন মিলব দু‘জনে।
রাত কেটে দিনের রবি যখন, এল
তোমার বাড়ীর পাশে; তখনও
তুমি এলে না; জানি না, তখন
তোমার কি ছিল মনে।।
আমার কষ্টের লিখা কবিতা হল না প্রকাশ।
আমার অধৈর্যজীবনে রয়ে গেল বৃষ্টি, হয়ে গেল আকাশ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১০/২০১৪একটা কবিতা তার হলো না কোথায়ো ছাপা পেলো না সে প্রতিভার দামটা। ভালো লাগলো।
-
মুহা, লুকমান রাকীব ২৯/১০/২০১৪ধন্যবাদ কবি আপনাকে!!
-
শিমুল শুভ্র ২৯/১০/২০১৪বেশ ভালো একটি কবিতা