অভিশপ্ত
অভিশপ্ত আত্মাকে আমি আর বিচারের মুখাপেক্ষী রাখিনা...
কবিতার ঘোর অমাবস্যায় উজ্জ্বল তারাদের পিছু ফিরতে ডাকি না...
দেখেছি শায়িত প্রেয়সীর বিষাক্ত দেহের ওপর উজ্জ্বল উত্তরীয়ের ভয়ংকর জৌলুস..
তাই আমি আর ন্যায়ান্যায়বোধ আঁকড়ে থাকিনা...
মধ্যরাত হোক কিংবা একলাদুপুর...
আমি আর আকাশপাতালসাগরনদী ভাবিনা....
কবিতার ঘোর অমাবস্যায় উজ্জ্বল তারাদের পিছু ফিরতে ডাকি না...
দেখেছি শায়িত প্রেয়সীর বিষাক্ত দেহের ওপর উজ্জ্বল উত্তরীয়ের ভয়ংকর জৌলুস..
তাই আমি আর ন্যায়ান্যায়বোধ আঁকড়ে থাকিনা...
মধ্যরাত হোক কিংবা একলাদুপুর...
আমি আর আকাশপাতালসাগরনদী ভাবিনা....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২০/১১/২০১৭আপনার শব্দ ভান্ডার দেখে সত্যই হিংসে হচ্ছে l
-
সুজয় সরকার ২০/১১/২০১৭সুন্দর
-
কামরুজ্জামান সাদ ২০/১১/২০১৭অনুপ দাদার সাথে আমিও একমত।লেখাটার শিরোনাম ইংরেজিতে হওয়াতে লেখাটা দুর্বল মনে হয়েছে।
-
মীর মুহাম্মাদ আলী ২০/১১/২০১৭দারুন কবিতা, কবি
-
সাঁঝের তারা ১৯/১১/২০১৭বেশ ভাল, তবে কবিতার নাম বাংলায় হলে ভালো হত...